

কংগ্রেস ছাড়ার জল্পনার মাঝেই ফের একবার কেন্দ্রের প্রশংসা শোনা গেল কংগ্রেস সাংসদ শশী থারুরের মুখে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সাথে হাসি মুখে তোলা ছবিও শেয়ার করলেন সমাজমাধ্যমে। ক্রমশই বিজেপির সাথে সুসম্পর্ক গড়ে উঠছে শশী থারুরের।
কেরালার কংগ্রেস সাংসদ ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব জনাথন রেনল্ডস এবং পীযুষ গোয়েলের সাথে ছবি দিয়ে লেখেন, "ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব জোনাথান রেনল্ডস এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগল। জানতে পারলাম দীর্ঘদিন ধরে আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তির জট কাটার পথে। এই পদক্ষেপ স্বাগত জানাতেই হবে"।
কখনও কেরালার বাম সরকারের প্রশংসা করছেন তো কখনও কেন্দ্রের বিজেপি সরকারের প্রশংসা শোনা যাচ্ছে শশী থারুরের মুখে। কেরালার কংগ্রেস নেতাদের সাথে তাঁর তিক্ততা যে এখনও মেটেনি তা বোঝাই যাচ্ছে। এই আবহে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছবি জোর জল্পনা বাড়িয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার তিনি (শশী থারুর) থমাস গ্রে-এর একটি কবিতা শেয়ার করে লেখেন, "যেখানে অজ্ঞতাই আনন্দ, সেখানে জ্ঞানী হওয়া বোকামি।" আবার কিছুদিন আগেই কেরালার বাম সরকারের প্রশংসা করেছিলেন শশী থারুর। একটি ইংরাজী দৈনিকের নিবন্ধে তিনি লিখেছিলেন, ২০২১-র ১ জুলাই থেকে ২০২৩-র ৩১ ডিসেম্বরের মধ্যে কেরালায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ব্যাকপভাবে হয়েছে। কেরালা বদলাচ্ছে। ২০২৪-র গ্লোবাল স্টার্ট আপের উপযোগী পরিবেশ হিসেবে কেরালা নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে।
গত সপ্তাহের সোমবার কেরালায় কংগ্রেসের মুখপত্র ভিকশনম ডেইলি একটি প্রতিবেদনে নাম না করে শশী থারুরকে আক্রমণ করে। যেখানে বলা হয়, রাজ্যে বিরোধী শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে। অথচ কিছু ব্যক্তি সেই উত্থানকে দুর্বল করতে চাইছেন। কংগ্রেস যখন বিধানসভার ভেতরে ও বাইরে বাম সরকারের ত্রুটিগুলোর বিরুদ্ধে লড়াই করছে, তখন দলে ভেতর থেকে ভাঙন সৃষ্টি করা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন