মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের ধাক্কা এবার ভারতীয় শেয়ার বাজারেও। সোমবার সকালে কার্যত ধসে গেছে ভারতীয় শেয়ার বাজার। ইতিমধ্যেই আজকের দিনকে ‘ব্ল্যাক মনডে’ বলে অভিহিত করেছেন বিনিয়োগকারীরা। এদিন সেনসেক্স এবং নিফটিতে পতন হয়েছে যথাক্রমে ৩,৯৩৯.৬৮ পয়েন্ট এবং ১,১৬০.৮ পয়েন্ট। এই খবর লেখার সময় সেনসেক্স নেমে আছে ২,৯১১.২০ পয়েন্ট এবং নিফটি নেমে আছে ৯৩২.৯০ পয়েন্ট। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে সকালের প্রথম কয়েক ঘন্টাতেই বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গেছে বাজার থেকে।
শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৭৫,৩৬৪.৬৯ পয়েন্টে এবং নিফটি ছিল ২২,৯০৪.৪৫ পয়েন্টে। শুক্রবারেই আন্তর্জাতিক বাজারে ট্রাম্প শুল্ক নীতির জেরে ধস নামে। আমেরিকা, জাপান, ফ্রান্স, জার্মানি সহ সব দেশের শেয়ার বাজার ধসে যায়। তখনই আশঙ্কা ছিল যে সোমবার ভারতীয় বাজার খুললে তারও একই দশা হবে এবং ঠিক তাই হয়েছে। বেলা ১১.৪০ মিনিটে সেনসেক্স দাঁড়িয়ে আছে ৭২,৭৫৪.৮৭ পয়েন্টে। একই সময়ে নিফটি দাঁড়িয়ে আছে ২২,০৪৯.৭৫ পয়েন্টে।
গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক ঘোষণার পর থেকেই আশঙ্কা ছড়িয়েছিল বিশ্বজুড়ে। বিভিন্ন দেশের ওপর ১০ শতাংশ থেকে ৩৪ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছেন তিনি। ভারতের ক্ষেত্রে শুল্কের হার ২৬ শতাংশ।
শেষ পাওয়া খবর অনুসারে, সোমবার সেনসেক্স-এর মার্কেট ক্যাপিটালিজেশন ১৯.৪ লক্ষ কোটি টাকা কমে গিয়ে দাঁড়িয়ে ৩৮৩.৯৫ লক্ষ কোটি টাকায়।
ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রতিক্রিয়া ভয়ংকর হয়েছে ওয়াল স্ট্রিটে। S&P 500 গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মাত্র দুই সেশনের মধ্যে বাজার মূল্য ৫.৪ ট্রিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এটি ৬% কমেছে, যা ২০২০ সালের মার্চের পর একদিনে সবচেয়ে খারাপ পতন। টেক জায়ান্টরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে - টেসলা ১০%, এনভিডিয়া এবং অ্যাপল ৭% এরও বেশি পতন হয়েছে এবং Nasdaq 100 আনুষ্ঠানিকভাবে মন্দার ঘরে প্রবেশ করেছে।
এদিন হংকং-এর হ্যাং সেং (Hang Seng) ১১ শতাংশ নেমেছে। টোকিওর নিক্কেই (Nikkei) নেমেছে প্রায় ৭ শতাংশ। সাংহাই-এর এসএসই কম্পোসাইট ইনডেক্স (SSE Composite Index) নেমেছে ৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি (Kospi) নেমেছে ৫ শতাংশ। চীন এবং জাপানের শেয়ার বাজারের সূচক নেমেছে ১০ শতাংশ এবং ৮ শতাংশ হারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন