ট্রাম্প শুল্কর জের - বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস - আমেরিকার বাজার থেকে উড়ে গেল ৬.৬ ট্রিলিয়ন ডলার

People's Reporter: শেয়ার বাজারের এই পতনের ঝড় থেকে রেহাই পায়নি ভারতীয় শেয়ার বাজারও। গতকাল সেনসেক্স এবং নিফটি পড়েছে যথাক্রমে ৯৩০.৬৭ পয়েন্ট এবং নিফটি ৫০ নেমেছে ৩৪৫.৬৫ পয়েন্ট।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ
Published on
Summary

* মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্ক ঘোষণার পরেই বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস।

* মার্কিন শেয়ার বাজারে গত দুদিনে মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ৬.৬ ট্রিলিয়ন ইউ এস ডলার।

* বিশেষজ্ঞদের আশঙ্কা এর ফলে বাড়তে পারে ছাঁটাই।

মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার পরেই ধস বিশ্ব শেয়ার বাজারে। মাত্র দু’দিনেই আমেরিকান শেয়ার বাজার থেকে উড়ে গেছে ৬.৬ ট্রিলিয়ন ইউএস ডলার। এ খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বিশেষজ্ঞদের মতে, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত নীতি ঘোষণার পরেই বিশ্বের বিভিন্ন দেশে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

৪ এপ্রিল ডাউ জোনস (Dow Jones) পড়েছে ৫.৫ শতাংশ। পয়েন্টের হিসেবে দুদিনে এই সূচক নেমেছে প্রায় ৪,০০০ পয়েন্ট। যার মধ্যে একদিনেই নেমেছে ২.২০০ পয়েন্ট। এসঅ্যান্ডপি (S&P) এবং ন্যাসডাক (Nasdaq) নেমেছে যথাক্রমে ৬ শতাংশ এবং ৫.৮ শতাংশ। আমেরিকার এই সব শেয়ার সূচক ছাড়াও জাপানের নিক্কেই (Nikkei) নেমেছে ২.৮ শতাংশ। বাজার পড়েছে জার্মানি ও ফ্রান্সেও।

শেয়ার বাজারের এই পতনের ঝড় থেকে রেহাই পায়নি ভারতীয় শেয়ার বাজারও। গতকাল সেনসেক্স এবং নিফটি পড়েছে যথাক্রমে ৯৩০.৬৭ পয়েন্ট এবং নিফটি ৫০ নেমেছে ৩৪৫.৬৫ পয়েন্ট। এনএসডিএল-এর তথ্য অনুসারে, এপ্রিলের ২ থেকে ৪-এর মধ্যে ভারতীয় শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা প্রায় ১০,৩৫৫ কোটি টাকা তুলে নিয়েছেন। যা এপ্রিল মাস জুড়েই বাজারের সামনে বিপদের সম্ভাবনা তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এই শুল্ক ঘোষণার জেরে সে দেশে আমদানি কমতে পারে ২০ শতাংশ। একই ভাবে অন্যান্য দেশ পাল্টা শুল্ক আরোপ করায় কমবে রফতানিও।  

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা এবং শেয়ার বাজারের এই পতনের পর মার্কিন অর্থনৈতিক সংস্থা জে পি মরগ্যান আমেরিকায় মন্দার পূর্বাভাস দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হ্যেহে, চলতি বছরেই মন্দার মুখোমুখি হতে চলেছে আমেরিকান অর্থনীতি। যার জেরে দেশ জুড়ে বাড়তে পারে বেকারত্ব। তাদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে মার্কিন অর্থনীতি এই সমস্যার মুখে পড়তে চলেছে। যার জেরে সারা বিশ্বের অর্থনীতি প্রভাবিত হতে পারে।

জেপি মরগান চেজ অ্যান্ড কোং জানিয়েছে ট্রাম্প প্রশাসন কর্তৃক ঘোষিত শুল্কের সম্ভাব্য প্রভাবের হিসেব করার পর তাদের আশঙ্কা যে এই বছর মার্কিন অর্থনীতি মন্দার মধ্যে পড়বে। “আমরা আশঙ্কা করছি শুল্কের চাপের কারণে প্রকৃত জিডিপি সংকুচিত হবে, এবং পুরো বছরের জন্য (৪র্থ ত্রৈমাসিকে/৪র্থ ত্রৈমাসিকে) আমরা এখন -০.৩% প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির প্রত্যাশা করছি, যা আগের ১.৩% থেকে কম।”

অন্য এক সংস্থার পর্যবেক্ষণ অনুসারে, চলতি বছরে অর্থনীতি মন্দার মুখোমুখি হবার পাশাপাশি আমেরিকার বেকারত্বের হার পৌঁছে যেতে পারে ৫.৩ শতাংশে।

ছবি প্রতীকী
Donald Trump Tariffs: ভারতের ওপর ২৬% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার
ছবি প্রতীকী
Donald Trump: স্থগিত আর্থিক অনুদান! ট্রাম্পের সিদ্ধান্তে এইডসে মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ মানুষের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in