Donald Trump: স্থগিত আর্থিক অনুদান! ট্রাম্পের সিদ্ধান্তে এইডসে মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ মানুষের

People's Reporter: বিশ্বে এইডস নিরাময়ের কাজ করা একটি সংস্থা এবিষয়ে জানিয়েছে, মার্কিন অনুদানের ফলে ২ কোটি এইডস রোগী উপকৃত হন। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ৬০ লক্ষেরও বেশি মানুষ মারা যাবেন।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পফাইল চিত্র - সংগৃহীত
Published on

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই বিভিন্ন দেশকে দেওয়া আর্থিক অনুদান স্থগিত রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের জেরে এইডস আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।

ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশের স্বাস্থ্যের উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে আমেরিকা। স্বাস্থ্যের উন্নতিতে আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে উন্নত দেশগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে আমেরিকা। তবে জানুয়ারিতে দ্বিতীয় বার হোয়াইট হাউসে প্রবেশের পর তিন মাসের জন্য সেই অনুদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বে এইডস নিরাময়ের কাজ করা একটি সংস্থা এবিষয়ে জানিয়েছে, মার্কিন অনুদানের ফলে ২ কোটি এইডস রোগী উপকৃত হন। সাহায্য পেতেন ২ লক্ষ মানুষ। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ৬০ লক্ষেরও বেশি মানুষ মারা যাবেন।

এই নিয়ে রবিবার রাষ্ট্রসংঘের রোগ নিরাময় সংক্রান্ত সংস্থার প্রধান উইনি ব্যানিইমা সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, অনুদান না-থাকলে, মানুষের মৃত্যু হতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেওয়া বন্ধ করছে না। এদিকে আফ্রিকার স্বাস্থ্যকর্মীরা দাবি করছেন, তাঁরা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে, রবিবার আমেরিকার দক্ষতা বিষয়ক দফতর জানিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর উন্নতির জন্য যে অর্থ বরাদ্দ করা হত, তাও কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে ৪৮ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার ব্যয় করত আমেরিকা।

ডোনাল্ড ট্রাম্প
Illegal Immegrants: তৃতীয় দফায় ১১২ জন অবৈধবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামলো মার্কিন বিমান!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in