Share Market Crash: 'ব্ল্যাক মনডে'তে ধরাশায়ী সেনসেক্স-নিফটি, শেষ ১০ মাসে সর্বাধিক পতন

People's Reporter: এদিনের শেয়ার বাজারে মেটাল ইনডেক্স নেমেছে ৭ শতাংশ, রিয়েলিটি ইনডেক্স নেমেছে ৬ শতাংশ, মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক, অটো, এনার্জি এবং আইটি ইনডেক্স নেমেছে ৩ থেকে ৪ শতাংশ।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on
Summary

* শেষ ১০ মাসের মধ্যে এটাই সর্ববৃহৎ পতন।

* একসময় সেনসেক্স নেমে যায় প্রায় ৩,৯০০ পয়েন্ট।

* নিফটি নামে ১১০০ পয়েন্টের বেশি।

শেষ ১০ মাসের মধ্যে ভারতীয় শেয়ার বাজারের এরকম ধরাশায়ী অবস্থা হয়নি। যা হল সোমবার ৭ এপ্রিল। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক ঘোষণার জেরে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের পাশাপাশি সোমবার ভারতীয় শেয়ার বাজারেও ধস নামে। অল্প কিছু সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা উবে যায় বাজার থেকে।

এদিনের শেয়ার বাজারে মেটাল ইনডেক্স নেমেছে ৭ শতাংশ, রিয়েলিটি ইনডেক্স নেমেছে ৬ শতাংশ, মিডিয়া, পিএসইউ ব্যাঙ্ক, অটো, এনার্জি এবং আইটি ইনডেক্স নেমেছে ৩ থেকে ৪ শতাংশ। এছাড়াও বিএসই মিড ক্যাপ এবং বিএসই স্মল ক্যাপ পড়েছে যথাক্রমে ৩.৮ শতাংশ ও ৪.৫ শতাংশ।

সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স নেমে রয়েছে ২,২২৬.৭৯ পয়েন্ট বা ২.৯৫ শতাংশ। নিফটি নেমে রয়েছে ৭৪২.৮৫ পয়েন্ট বা ৩.২৪ শতাংশ। শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৭৫,৩৬৪.৬৯ পয়েন্টে। যা এদিন আরও কমে হয়েছে ৭৩,১৩৭.৯০ পয়েন্ট। নিফটির ক্ষেত্রে শুক্রবার বন্ধের সময় যা ছিল ২২,৯০৪.৪৫ তা এদিন কমে হয়েছে ২২,১৬১.৬০ পয়েন্ট। বাজারের মোট ৩,৩৭২ টি শেয়ারের দাম পড়েছে এবং ৫৫৯টি শেয়ারের দাম বেড়েছে। যেখানে ১৩৭টি শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিফটি-৫০-র পরবর্তী সাপোর্ট ২১,৭৫০ এবং রেসিস্ট্যান্স ২২,৩০০। তাঁরা আরও জানাচ্ছেন, শুল্ক বিষয়ক নতুন কোনও খবর এলে বাজার দ্রুত উঠতে পারে। যদি তা হয় সেক্ষেত্রে বাজার আরও নীচে যেতে পারে।

এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। উপরের সমস্ত মতামত এবং সুপারিশ ব্যক্তিগত বিশ্লেষক বা ব্রোকিং কোম্পানির, পিপলস রিপোর্টারের নয়। বাজারে যে কোনও বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ নিন। কারণ বাজারের পরিস্থিতি যে কোনও সময় পরিবর্তিত হতে পারে।

ছবি প্রতীকী
Share Market: ট্রাম্প শুল্কের জেরে বেসামাল ভারতীয় শেয়ার বাজার - প্রায় ৪ হাজার পয়েন্ট নিচে সেনসেক্স
ছবি প্রতীকী
Donald Trump Tariffs: ভারতের ওপর ২৬% শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in