
আর কখনও সোশ্যাল মিডিয়াতে অথবা নিজের মন্তব্যে ‘শরবত জিহাদ’ প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না বলে দিল্লি হাইকোর্টে হলফনামা দিলেন রামদেব। সম্প্রতি বাজারে চালু এক বেসরকারি সংস্থার নামি ব্র্যান্ডের শরবত নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। একইভাবে রামদেবের সংস্থাকেও আদালতের সামনে এই হলফনামা দিতে হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৯ মে।
বিচারপতি অমিত বনসল ১ মে তারিখে রামদেবের আইনজীবীকে সোশ্যাল মিডিয়া থেকে ওই বিতর্কিত ভিডিও সরিয়ে নেবার নির্দেশ দেন। পাশাপাশি তিনি আদালতের কাছে হলফনামা জমা দেবার নির্দেশও দিয়েছিলেন। রামদেবের ওই সোশ্যাল মিডিয়া ভিডিও এবং তাঁর সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল জনপ্রিয় ওই শরবত প্রস্তুতকারী সংস্থা।
জনপ্রিয় ওই ব্র্যান্ডের পক্ষ থেকে আদালতে জানানো হয়, নিজের সংস্থার তৈরি শরবতের বিজ্ঞাপন করার সময় রামদেব তাদের সংস্থার তৈরি শরবত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। তাদের অভিযোগ, রামদেব জানিয়েছিলেন, ওই সংস্থার বিক্রীত শরবতের পয়সা দিয়ে মাদ্রাসা এবং মসজিদ তৈরি করা হয়।
গত ২২ এপ্রিল আদালতের পক্ষ থেকে রামদেব এবং তাঁর সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যে, প্রতিদ্বন্দ্বী সংস্থার নাম করে এবং তার বিরোধিতা করে কোনও অবমাননাকর মন্তব্য, কোনও সোশ্যাল মিডিয়া পোষ্ট অথবা বিজ্ঞাপন করা যাবেনা। যদিও আদালতের নির্দেশ সত্ত্বেও এই ভিডিও প্রত্যাহার করেননি রামদেব। যে বিষয়ে গতকাল আদালতের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিদ্বন্দ্বী সংস্থার আইনজীবী।
আদালতে তিনি জানান, আদালতের নির্দেশ সত্ত্বেও রামদেব ওই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেন নি, শুধু ভিডিওটিকে ‘প্রাইভেট’ করে দিয়েছেন। উত্তরে রামদেবের আইনজীবী জানান, আমাদের হাতে আদালতের নির্দেশ মানবার জন্য এখনও ২৪ ঘণ্টা সময় আছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেই নির্দেশ পালন করব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন