
এক চালু ব্র্যান্ডের শরবত নিয়ে বিতর্কিত মন্তব্য করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠলো রামদেবের বিরুদ্ধে। বিতর্কের এই আবহে বিবৃতি দিয়ে নিজের মতামত জানালেন যোগগুরু। রামদেবের দাবি, তিনি তাঁর বক্তব্যে কোনও নির্দিষ্ট ব্র্যান্ড বা কোনও সম্প্রদায়কে উল্লেখ করেননি।
শুক্রবার ‘শরবত জিহাদ’ বিতর্ক প্রসঙ্গে বিবৃতি দিয়ে বাবা রামদেব জানান, “আমি কারও নাম করিনি। কিন্তু মানুষ ওই সংস্থাকে ‘শরবত জিহাদ’ হিসাবে নিয়েছে। এর মানে তাঁরা সত্যিই এই ‘জিহাদ’ করছে”।
তিনি আরও বলেন, “তারা যদি ইসলামের প্রতি নিবেদিত হয়ে মসজিদ-মাদ্রাসা তৈরি করে, তাহলে তাদের খুশি হওয়া উচিত। তবে, সনাতনীদের বোঝা উচিত, কারো যদি এতে সমস্যা থাকে, তাহলে সেটা যেমন হচ্ছে হোক”।
সম্প্রতি নিজের ব্র্যান্ডের এক শরবতের প্রচার করতে গিয়ে রু আফজাকে সরাসরি আক্রমণ করেন রামদেব। তিনি দাবি করেন, একটি প্রতিযোগী শরবত সংস্থার আয় মাদ্রাসা এবং মসজিদ তহবিলে ব্যবহার করা হচ্ছে। পালটা আমাদের শরবতের বিক্রি করা টাকা কাজে আসবে গুরুকুল, আচার্যকুল, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতিকল্পে। এরপরেই ‘লাভ জেহাদ’, ‘ভোট জেহাদে’র প্রসঙ্গ’ টেনে ‘শরবত জেহাদে’র কথা বলেন তিনি।
রামদেবের সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মঙ্গলবার যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং ভোপালের টিটি নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(এ) এবং ২৯৯ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান।
রামদেবের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওর দিকে ইঙ্গিত করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন যে ধর্মীয় ভাবাবেগ জাগিয়ে তুলতে এবং পতঞ্জলি আয়ুর্বেদ পণ্যের বিক্রি বাড়ানোর জন্য এই ধরণের মন্তব্য করা হয়েছিল। কংগ্রেস নেতা আরও অভিযোগ করেন, রামদেব তাঁর সংস্থা থেকে একই ধরনের পণ্যের প্রচার করতে গিয়ে ওই ধরনের শরবতকে 'শরবত জেহাদ' বলে উল্লেখ করেছেন।
দিগ্বিজয় সিং পুলিশকে মামলা দায়ের করে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি বিদ্যমান আইনে অপরাধ করেছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছি। তিনি আরও বলেন, এফআইআর নথিভুক্ত না হলে তিনি এক সপ্তাহ পরে আদালতের দ্বারস্থ হবেন।
পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রশ্মি আগরওয়াল জানিয়েছেন, দিগ্বিজয় সিং রামদেবের বিরুদ্ধে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনে এফআইআর নথিভুক্ত করার অনুরোধ করেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন