
* নতুন আর্থিক বছরের প্রথম দিনেই সেনসেক্স ও নিফটিতে ধস।
* সেনসেক্স পড়েছে ১,২০০ পয়েন্টের বেশি।
* নিফটি নামলো ৩০০ পয়েন্টের বেশি।
২০২৫-২৬ আর্থিক বছরের প্রথম দিনেই ধস নামলো ভারতীয় শেয়ার বাজারে। বুধবার সকাল থেকেই ধাপে ধাপে নামে সেনসেক্স ও নিফটি। এখনও পর্যন্ত সেনসেক্স নেমেছে প্রায় ১২০০ পয়েন্ট এবং নিফটি নেমেছে প্রায় ৩০০ পয়েন্ট। নতুন আর্থিক বছরের প্রথম দিনেই বাজারে ব্যাপক বিক্রির ফলে সেনসেক্স ও নিফটির এই পতন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও আশাব্যঞ্জকভাবে এদিন এখনও পর্যন্ত বাজারে ২,২৮১টি শেয়ারের দাম বেড়ে রয়েছে, ১,০৭১টি শেয়ারের দাম নেমেছে এবং ১৩৪টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বুধবারের বাজারে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বাজাজ ফিন সার্ভিস, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, শ্রীরাম ফিনান্স, বাজাজ ফিনান্স প্রভৃতি সংস্থার শেয়ার। নিফটি ৫০-র মোট ৫০ টি শেয়ারের মধ্যে ৩১টিরই দাম পড়েছে। উল্লেখযোগ্যভাবে নেসলে ইন্ডিয়া, আদানি পোর্টস এবং বাজাজ অটোর শেয়ারের দাম পড়েছে ১০ শতাংশের বেশি।
শেষ কেনাবেচার দিন বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৭,৪১৪.৯২ পয়েন্টে। মঙ্গলবার বাজার খোলার সময় তা নেমে হয় ৭৬,৮৮২.৫৮ পয়েন্ট। এরপর বেশ কিছুটা উঠে একসময় ৭৭,৪৮৭.০৫ পয়েন্টে পৌঁছলেও ফের বাজার নেমে যায়। যা এদিনের ডে হাই। একসময় বাজার পৌঁছে যায় ৭৬,০৮১.৮০ পয়েন্টে। যা এদিনের ডে লো। এই মুহূর্তে সেনসেক্স দাঁড়িয়ে আছে ৭৬,১৯৯.৪৭ পয়েন্টে। বাজার পড়েছে ১২১৫.৪৫ পয়েন্ট।
একইভাবে নিফটির ক্ষেত্রে শেষ কেনাবেচার দিন বাজার বন্ধের সময় যা ছিল ২৩,৫১৯.৩৫ পয়েন্ট এদিন তা খোলে ২৩,৩৪১.১০ পয়েন্টে। একসময় ২৩,৫৬৫.১৫ (এখনও পর্যন্ত এদিনের ডে হাই) তে পৌঁছলেও পরে তা নেমে যায় ২৩,১৭৩.১০ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে লো। এই মুহূর্তে নিফটি ৫০ দাঁড়িয়ে ২৩,২২৭.৬৫ পয়েন্টে। নিফটি পড়েছে ২৯১.৭০ পয়েন্ট।
এদিনের বাজারে বিভিন্ন আইটি শেয়ারের দর নেমেছে ৩ শতাংশ। পারসিস্টেন্ট সিস্টেমস লিমিটেড, কোফর্য, ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস, ইনফোসিস, টাটা এলেক্সি, এইচসিএল, এলটি মাইন্ডট্রি, টেক মাহিন্দ্রা লিমিটেড, এমফ্যাসিস প্রভৃতি শেয়ারের দাম পড়েছে।
জিওজিৎ ইনভেস্টমেন্টসের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট আনন্দ জেমসের মতে, নিফটি ২৩,৭০০-২৩,৭৫০ এর উপরে না যেতে পারলে এটি ২৩,৩০০-র দিকে নেমে যেতে পারে।
অন্যদিকে আনন্দ রাঠি শেয়ার এবং স্টক ব্রোকার্সের ইক্যুইটি রিসার্চের সিনিয়র ম্যানেজার জিগার এস. প্যাটেল জানিয়েছেন, ২ এপ্রিল মার্কিন শুল্ক ঘোষণার কারণে বাজার অস্থির থাকতে পারে। বিক্রির চাপ বাড়লে, নিফটি-৫০ ২৩,৪০০-২৩,২০০ এর দিকে নামতে পারে। এক্ষেত্রে ২৩,০০০ এক গুরুত্বপূর্ণ সাপোর্ট। অন্যদিকে ২৩,৮৫০ গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। যা পেরোতে পারলে নিফটি ২৪,১০০-২৪,২০০ -র দিকে যেতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন