Sensex & Nifty: সপ্তাহের প্রথম দিনে সেনসেক্স, নিফটিতে জোর ধাক্কা - সেনসেক্স নামলো ১২০০ পয়েন্টের বেশি

People's Reporter: শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৯,২২৩.১১ পয়েন্টে। সোমবার সকালে বাজার খোলে ৭৯,২৮১.৫৫ পয়েন্টে। এরপর কিছুটা বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৭৯,৫৩২.৬৭ পয়েন্টে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সপ্তাহের কেনাবেচার প্রথম দিনেই ধস নামলো সেনসেক্স ও নিফটিতে। সোমবার একসময় সেনসেক্স পড়ে যায় ১,২৪৮.৪৬ পয়েন্ট। একই ভাবে বেলা বারোটা নাগাদ নিফটি ৫০ ছিল শুক্রবারের বন্ধের তুলনায় ৪০১ পয়েন্ট নীচে।

শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৯,২২৩.১১ পয়েন্টে। সোমবার সকালে বাজার খোলে ৭৯,২৮১.৫৫ পয়েন্টে। এরপর কিছুটা বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৭৯,৫৩২.৬৭ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে হাই। এরপরেই বাজার পড়তে শুরু করে। একসময় বাজার পৌঁছে যায় ৭৭,৯৭৪.৬৫ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে লো। এই লেখার সময় সেনসেক্স দাঁড়িয়ে আছে ৭৮,৩৯৩ পয়েন্টে। বাজার নেমে আছে ৯৯১ পয়েন্টের বেশি। নিফটি বর্তমানে নেমে আছে ৩০০ পয়েন্ট।

সেনসেক্স-এর মত নিফটি-৫০ও এদিন একসময় ৪০০ পয়েন্টের বেশি নেমে যায়। শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি-৫০ ছিল ২৪,০০৪.৭৫ পয়েন্টে। সোমবার বাজার খোলার সময় তা দাঁড়ায় ২৪,০৪৫.৮০ পয়েন্টে। একসময় নিফটি যায় ২৪,০৮৯.৯৫ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে হাই। নিফটিতে এদিনের ডে লো ২৩,৬০৩.৬০ পয়েন্ট।

এদিন দাম পড়েছে টাটা স্টীল, ভারত পেট্রোলিয়াম, কোটাক ব্যাঙ্ক, আদানি পোর্টস, এশিয়ান পেন্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আদানি এন্টারপ্রাইজ, কোল ইন্ডিয়া লিমিটেড, ট্রেন্ট লিমিটেড প্রভৃতি শেয়ারের। এছাড়াও দাম পড়েছে হিন্দুস্থান কপার, ওয়েলস্পান, হিন্দুস্থান জিঙ্ক, সেল প্রভৃতি শেয়ারের।

এদিন দুপুর পর্যন্ত সেনসেক্সে যে ৪,০৮১টি শেয়ারের কেনাবেচা হয়েছে তার মধ্যে ৮৪৩টি শেয়ারের দাম বেড়েছে এবং ৩,০৮৯টি শেয়ারের দাম পড়েছে। মোট ১৪৯টি শেয়ারের দামের অপরিবর্তিত আছে।

শুক্রবারের তুলনায় এদিন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ কমেছে ৮.৩ লক্ষ কোটি টাকা। শুক্রবার যা ছিল ৪৪৯.৭৮ লক্ষ কোটি এদিন একসময় তা নেমে হয় ৪৪১.৪৮ লক্ষ কোটি টাকা।

ছবি প্রতীকী
পাটনায় আমরণ অনশন মঞ্চ থেকে গ্রেফতার প্রশান্ত কিশোর, স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হল এইমসে
ছবি প্রতীকী
১৮ বছরের কমবয়সীদের সমাজমাধ্যম ব্যবহারে অনুমতি লাগবে অভিভাবকদের, কেন্দ্রের আইনের খসড়া প্রকাশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in