
অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের কম বয়সীদের সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকদের অনুমতি লাগবে। বাবা-মা কিংবা তাঁদের অবর্তমানে অন্য কোনও অভিভাবকের অনুমতি নিয়ে তবে খুলতে হবে অ্যাকাউন্ট। কেন্দ্রের পক্ষ থেকে আইনের খসড়ায় এই প্রস্তাব আনা হয়েছে। এবিষয়ে নাগরিকদের মতামত জানতে চেয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ২০২৩ –এর খসড়ায় অপ্রাপ্তবয়স্কদের সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ির কথা বলা হয়েছে। এই বিষয়ে জোর দিতে চাইছে কেন্দ্র। শুক্রবার খসড়া প্রকাশ করছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ১৮ বছরের কমবয়সীদের সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা এবং অসুবিধা হবে, সে বিষয়ে জনগণের মন্তব্য জানতে চাওয়া হয়েছে।
এবিষয়ে সরকারি ওয়েবসাইট MyGov.in –এ গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন জনগণ। ১৮ ফেব্রুয়ারির পর থেকে এই সংক্রান্ত মতামত গৃহীত হবে।
তবে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে অভিভাবকদের অনুমতি নেওয়া হয়েছে, সেটা নিশ্চিত হবে কীভাবে? এবিষয়ে খসড়ায় বলা হয়েছে, সরকারি পরিচয়পত্রের সাহায্য নেওয়া হবে। তবে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুকল্যাণ সংস্থার ক্ষেত্রে কিছু নিয়ম ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রের প্রকাশ করা খসড়ায় আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে ওই সংশ্লিষ্ট সংস্থার কাছে তথ্য মুছে দেওয়ার দাবি জানানো যাবে। এমনকি এর কৈফিয়তও চাইতে পারবেন জনগণ। খসড়া আইনে স্বচ্ছতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তথ্য ফাঁস হয়ে গেলে ওই সংস্থার কাছে ২৫০ কোটি টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে খসড়া আইনে।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ মাধ্যম ব্যবহার সংক্রান্ত এই সমস্ত নিয়মাবলি লাগু হলে, সেটি নজরদারির জন্য একটি তথ্য সুরক্ষা বোর্ড গঠন করা হবে। তথ্য ফাঁসের ঘটনারও তদন্ত করবে ওই বোর্ড। জরিমানাও নির্ধারণ করবে তারাই। আপাতত জনগণের মতামত চাইছে কেন্দ্র। তারপরেই খসড়া আইন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন