পাটনায় আমরণ অনশন মঞ্চ থেকে গ্রেফতার প্রশান্ত কিশোর, স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হল এইমসে

People's Reporter: ২ জানুয়ারি থেকে পাটনার গান্ধী ময়দানে অনশন শুরু করে পিকে। তিনি জানিয়েছেন, বিহার সরকার তাঁদের দাবি না মানলে এই আমরণ অনশন চালিয়ে যাবে।
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি সংগৃহীত
Published on

বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আমরণ অনশনে বসেছিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর বা পিকে। পাটনার গান্ধী ময়দানের সেই অনশন মঞ্চ থেকে সোমবার ভোরে গ্রেফতার করা হয় পিকে-কে। শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে পাটনা এইমস-এ। পাটনার জেলাশাসক জানিয়েছেন, পিকে এবং তাঁর সমর্থকদের আদালতে হাজির করানো হবে।

৭০ তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে গত ১৩ ডিসেম্বর আন্দোলনে নামেন চাকরিপার্থীরা। প্রশ্নফাঁসের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। নতুন করে পরীক্ষা নেওয়া দাবি তুলেছেন তাঁরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করারও দাবি জানান চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের এই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। যদিও প্রথম দিন থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে বিহার পাবলিক সার্ভিস কমিশন।

ছাত্রদের আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করছেন পিকে। পিকের অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজের প্রয়োজনে বার বার দিল্লি যেতে পারছেন। কিন্তু চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে পারছেন না। ২৯ ডিসেম্বর রাতে পাটনার গান্ধী ময়দান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল শুরু করেন কয়েক হাজার বিক্ষোভরত চাকরিপ্রার্থী। তাঁদের সঙ্গে ছিলেন পিকে। চাকরিপ্রার্থীদের আটকাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সেদিন পিকে-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা রজু করে পুলিশ। রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী নেতারাও ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করছেন।

এরপর ২ জানুয়ারি থেকে পাটনার গান্ধী ময়দানে অনশন শুরু করেন পিকে। তিনি জানিয়েছেন, বিহার সরকার তাঁদের দাবি না মানলে এই আমরণ অনশন চালিয়ে যাবে্ন তাঁরা। সোমবার ছিল এই আন্দোলনের পঞ্চম দিন। এদিন ভোর ৩ টে ৪৫ মিনিটে গান্ধী ময়দানে হানা দেয় পুলিশ। এরপর পিকে-কে ঘুম থেকে তুলে বলপূর্বক অ্যাম্বুলেন্সে তোলা হয়। গ্রেফতার করা হয় তাঁকে। পিকের কিছু শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এইমসে নিয়ে যাওয়া হয়।

পিকের বিরুদ্ধে প্রথম দিন থেকে চাকরিপ্রার্থীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছে বিহার পুলিশ। এদিন সকালে পুলিশের সঙ্গে একটি ধস্তাধস্তির ভিডিও ভাইরাল হয় (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)। পিকের সমর্থকদের দাবি, অ্যাম্বুলেন্সে উঠতে না চাইলে তাঁকে চড় মারে পুলিশ।

এবিষয়ে সোমবার পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ বলেন, ‘গান্ধী ময়দান থানা প্রশান্তের বিরুদ্ধে দ্বিতীয় একটি এফআইআর দায়ের করেছে। গান্ধী ময়দানে বেআইনি ভাবে তিনি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন। হাই কোর্টের নির্দেশ রয়েছে, গর্দানি বাগ ছাড়া কোথাও ধর্নায় বসা যাবে না। অনেক বার অনুরোধ করার পরেও উনি পুলিশের কথা শোনেননি। তাই ওঁকে গ্রেফতার করা হয়েছে’।

প্রশান্ত কিশোর
১৮ বছরের কমবয়সীদের সমাজমাধ্যম ব্যবহারে অনুমতি লাগবে অভিভাবকদের, কেন্দ্রের আইনের খসড়া প্রকাশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in