Sensex & Nifty: সেনসেক্স নিফটিতে ধস, ব্রিকস দেশগুলিকে কী হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের?

People's Reporter: দিনের শেষে সেনসেক্স বন্ধ হয়েছে ১,২৩৫.০৮ পয়েন্ট নীচে এবং নিফটি বন্ধ হয়েছে ৩২০.১০ পয়েন্ট নীচে। সেনসেক্স এবং নিফটিতে এদিন পতনের হার যথাক্রমে ১.৬০ শতাংশ এবং ১.৩৭ শতাংশ।
শেয়ার বাজারে ফের ধস
শেয়ার বাজারে ফের ধসছবি প্রতীকী, গ্রাফিক্স আকাশ
Published on

সপ্তাহের কেনাবেচার দ্বিতীয় দিনেই ধস নামলো ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার সেনসেক্স ও নিফটি – দুই ক্ষেত্রেই ভারী পতন লক্ষ্য করা গেছে। দিনের শেষে সেনসেক্স বন্ধ হয়েছে ১,২৩৫.০৮ পয়েন্ট নীচে এবং নিফটি বন্ধ হয়েছে ৩২০.১০ পয়েন্ট নীচে। সেনসেক্স এবং নিফটিতে এদিন পতনের হার যথাক্রমে ১.৬০ শতাংশ এবং ১.৩৭ শতাংশ।

এদিন সেনসেক্সে নথিভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের মোট দাম কমেছে ৭.৪৮ লক্ষ কোটি টাকা। ২০ জানুয়ারি নথিভুক্ত বিভিন্ন শেয়ারের মোট মূল্য ছিল ৪৩১.৫৯ লক্ষ কোটি টাকা। যা এদিন কমে দাঁড়িয়েছে ৪২৪.২৪ লক্ষ কোটি টাকা।

সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৭৭,০৭৩.৪৪ পয়েন্টে। মঙ্গলবার বাজার খোলে সামান্য বেড়ে ৭৭,২৬১.৭২ পয়েন্টে। এদিন একসময় বাজার ৭৭,৩৩৭.৩৬ পয়েন্টে পৌঁছলেও এরপরেই পতন শুরু হয়। একসময় বাজার নেমে যায় ৭৫,৬৪১.৮৭ পয়েন্টে। এইসময় সেনসেক্স ১৬১৯.৮৫ পয়েন্ট নিচে ছিল। দিনের শেষে সেনসেক্স ছিল ৭৫,৮৩৮.৩৬ পয়েন্টে।

গতকাল বাজার বন্ধের সময় নিফটি ৫০ ছিল ২৩,৩৪৪.৭৫ পয়েন্টে। যা এদিন খোলে ২৩,৪২১.৬৫ পয়েন্টে এবং একসময় পৌঁছায় ২৩,৪২৬.৩০ পয়েন্টে। এরপরেই নিফটি নামে ২২,৯৭৬.৮৫ পয়েন্টে। দিনের শেষে ২৯৯.৪৫ পয়েন্টে নেমে নিফটি-৫০ বন্ধ হয়েছে ২৩,০৪৫.৩০ পয়েন্টে। ২০২৪ সালের ৭ জুনের পর এই প্রথম নিফটি ২৩,০০০-এর নীচে নামলো।

এদিনের বাজারে ধস নেমেছে জোমাটো, আদানি পোর্টস, এসবিআই, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস, আইসআইসিআই ব্যাঙ্ক শেয়ারের। যদিও এদিন ১০৩টি শেয়ারের দাম তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং ৬৭টি শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এদিন বাজারে মোট কেনাবেচা হয়েছে ৪০৮৮টি শেয়ার। যার মধ্যে ১১৮৭টি টির দাম বাড়লেও দাম পড়েছে ২,৭৮৮টি শেয়ারের। ১১৩টি শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

বাজার বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর বেশ কিছু ঘোষণার ফলে বাজারে তার প্রভাব পড়েছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ ট্যাক্স বসাতে পারেন। যে সম্ভাবনার কথা ঘোষণার প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের ওপর।

এছাড়াও ব্রিকস (BRICS) গোষ্ঠীভুক্ত দেশগুলিকে লক্ষ্য করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বিনিয়োগকারীদের হতাশ করেছে। সোমবার, ট্রাম্প বিশ্ব বাণিজ্যের জন্য মার্কিন ডলারের উপর নির্ভরতা হ্রাসকারী দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন বলে জানিয়েছেন। ওভাল অফিসে ভাষণ দেওয়ার সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “একটি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ হিসেবে... যদি তারা তাদের ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা ভাবে তবে তাদের ১০০% শুল্ক আরোপের মুখোমুখি হতে হবে।” উল্লেখ্য, দশ সদস্যের ব্রিকস গ্রুপে ভারত ছাড়াও আছে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী।

শেয়ার বাজারে ফের ধস
Sensex & Nifty: সপ্তাহের প্রথম দিনে সেনসেক্স, নিফটিতে জোর ধাক্কা - সেনসেক্স নামলো ১২০০ পয়েন্টের বেশি
শেয়ার বাজারে ফের ধস
Trump: ট্রাম্প জমানায় আমেরিকায় শুধুমাত্র দুই লিঙ্গের সরকারি স্বীকৃতি - প্রতিবাদে রূপান্তরকামীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in