Sensex & Nifty: মঙ্গলের পর বুধেও অব্যাহত পতন, সেনসেক্স-নিফটি আরও নীচে

People's Reporter: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর তথ্য অনুসারে, মঙ্গলবার এফআইআই-রা ৪,৪৮৬.৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on

বুধবার সকালেও একই ধারা বজায় রইলো শেয়ারবাজারে। এদিনও সকাল থেকেই নিচের দিকে সেনসেক্স ও নিফটি। সূত্র অনুসারে এদিনই বিনিয়োগকারীদের ২৬ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সমস্ত নথিভুক্ত শেয়ারের মোট মূল্য এদিন সকালেই ৪০০ লক্ষ কোটির নিচে নেমে গেছে।

বুধবার সকালে একসময় সেনসেক্স নেমে যায় ৮৩৫.৬৬ পয়েন্ট। নিফটি নামে ২৫২.৮৫ পয়েন্ট। এদিনই এশিয়ান পেন্টস, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, ডিএলএফ, হিরো মোটর কর্প, আইওসি, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস, পিএনবই, রিলায়েন্স প্রভৃতি শেয়ারের দাম ৫২ সপ্তাহের নিম্নস্তরে পৌঁছে গেছে। মোট ২৭৪টি শেয়ারের দাম তাদের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। নিফটি ৫০-র ক্ষেত্রে আজ সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বিইএল, আদানি পোর্টস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, পাওয়ার গ্রিড এবং রিলায়েন্স।

মঙ্গলবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৭৬,২৯৩.৬০ পয়েন্টে। যা এদিন খোলার সময় আরও নেমে পৌঁছায় ৭৬,১৮৮.২৪ পয়েন্টে। পরে সামান্য কিছু বাড়লেও সকাল ১১ টা ১৫ নাগাদ তা ৫৭৪.০৭ পয়েন্ট নেমে ৭৫,৭১৯.৫৩ পয়েন্টে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত আজ সেনসেক্সের ডে হাই ৭৬,৪০৯.২৭ এবং ডে লো ৭৫,৩৮৮.৩৯ পয়েন্ট।

নিফটির ক্ষেত্রে গতকাল যা ২৩,০৭১.৮০ পয়েন্টে বন্ধ হয়েছিল এদিন তা খোলে ২৩,০৫০.৮০ পয়েন্টে। এই মুহূর্তে ১৪৪.৮৫ পয়েন্টে নেমে তা দাঁড়িয়ে আছে ২২,৯২৬.৯৫ পয়েন্টে। নিফটি ৫০-র ক্ষেত্রে এদিনের ডে হাই ২৩,০৯৭.৯৫ এবং ডে লো ২২,৭৯৮.৩৫। বিশেষজ্ঞদের মতে নিফটির ২৩ হাজারের স্তর ভেঙে নামার ফলে তা আরও নামার ইঙ্গিত দিচ্ছে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর তথ্য অনুসারে, মঙ্গলবার এফআইআই-রা ৪,৪৮৬.৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

(শেয়ার বাজারের বর্তমান অবস্থা নিয়ে এই প্রতিবেদন। শেয়ার বাজারে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে কোনও রকম সিদ্ধান্ত গ্রহণের আগে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ বাঞ্ছনীয়। এই প্রতিবেদনে বিনিয়োগ সংক্রান্ত কোনও পরামর্শ দেওয়া হয়নি।)

ছবি প্রতীকী
Sensex and Nifty: শেয়ার বাজারে ফের ধস, সেনসেক্স নামলো প্রায় ১,২০০ পয়েন্ট
ছবি প্রতীকী
Sensex & Nifty: সেনসেক্স নিফটিতে ধস, ব্রিকস দেশগুলিকে কী হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in