Karnataka: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ! কর্ণাটকে গ্রেফতার রাম মন্দিরের প্রধান পূজারি

People's Reporter: পুলিশ জানিয়েছে, একাধিক লজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় ওই নাবালিকার উপর। এরপর ১৭ মে তাকে ধর্ষণ করে একটি বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পূজারি।
অভিযুক্ত পূজারি ( বামদিকে)
অভিযুক্ত পূজারি ( বামদিকে)ছবি সংগৃহীত
Published on

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল কর্ণাটকের বেলগাঁও জেলার রাম মন্দিরের প্রধান পূজারি লোকেশ্বর মহারাজকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

বাগলকোটের নবনগর থানায় প্রথমে মামলা দায়ের হয়। পরে বেলগাঁও জেলার মুদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয়। ওই পূজারির বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সী এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন। গত ১৩ মে প্রথমে তাকে রাইচুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর ২ দিন ধরে নির্যাতনের পর ১৫ মে বাগালকোটে আনা হয়। সেখানে আরও ২ দিন চলে নির্যাতন। ১৭ মে পরে তাকে ধর্ষণ করে একটি বাসস্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পূজারি।

রাম মন্দিরটি অবস্থিত বেঙ্গালুরু থেকে ৫০০ কিমি দূরে বেলগাঁওয়ের রায়বাগ তালুকের মেখালি গ্রামে। পুলিশ জানায়, মেয়েটিকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি লজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে বারবার ধর্ষণ করা হয়।

বেলগাঁও জেলার পুলিশ সুপার ভীমাশঙ্কর এস গুলেদ বলেন, "অভিযুক্ত সাধু নাবালিকাকে বাড়িতে নামিয়ে দেওয়ার অজুহাতে গাড়িতে তোলে। এরপর তাকে প্রথমে রাইচুর এবং পরে বাগলকোটের একটি লজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে তাকে বাগালকোট জেলার মহালিঙ্গপুর বাস স্ট্যান্ডে ফেলে দেওয়া হয়।"

পুলিশ আরও জানায়, ওই নাবালিকা পুরো বিষয়টি তার বাবা-মাকে জানায়। বিষয়টি জানতে পেরে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই লোকেশ্বর মহারাজকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে।

অভিযুক্ত পূজারি ( বামদিকে)
কোটাতেই কেন বারবার পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটে? রাজস্থান সরকারে ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট
অভিযুক্ত পূজারি ( বামদিকে)
Rajasthan: সরকারি আধিকারিককে রিভলবার দেখিয়ে হুমকি, রাজস্থানে বিধায়কপদ হারালেন বিজেপি বিধায়ক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in