Haryana: নজিরবিহীন! সুপ্রিম নির্দেশে ইভিএম-এর পুনর্গণনায় উল্টে গেল ভোটের ফলাফল, জয়ী প্রার্থী পরাজিত

People's Reporter: ২০২২ সালের ২ নভেম্বর ভোট গণনায় এই গ্রামের পঞ্চায়েতের সরপঞ্চ জয়ী হন কুলদীপ সিং। এরপরেই মোহিত কুমার এই ফলাফলকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা দায়ের করেন।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি সংগৃহীত
Published on

পঞ্চায়েত ভোটে সরপঞ্চ পদে পরাজয়। কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্গণনায় জয়ী হলেন জনৈক মোহিত কুমার। নির্বাচনী ভোট গণনাতে কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ জানিয়েছিলেন। অবশেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপে সরপঞ্চ হলেন মোহিত।

ঘটনাটি হরিয়ানার পানিপথ জেলার লাখু গ্রাম। ২০২২ সালের ২ নভেম্বর ভোট গণনায় এই গ্রামের পঞ্চায়েতের সরপঞ্চ জয়ী হন কুলদীপ সিং। এরপরেই তাঁর মূল প্রতিদ্বন্দ্বী মোহিত কুমার এই ফলাফলকে চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। ২২ এপ্রিল বুয়ানা লাখু গ্রামের ৬৯ নম্বর বুতে ভোট পুনর্গণনার নির্দেশ দেন নিম্ন আদালতের অতিরিক্ত সিভিল জজ। কিন্তু ১ জুলাই নিম্ন আদালতের সেই রায় বাতিল করে দেয় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মোহিত।

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি কোটিশ্বর সিং-এর বেঞ্চ পানিপথ জেলার ডেপুটি কমিশনার এবং নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেয়, ৬ই আগস্ট এর মধ্যে শুধু ওই বুথের নয়, পঞ্চায়েতের সমস্ত বুথের ভোট যন্ত্র সুপ্রিম কোর্টের রেজিস্টারের কাছে জমা দেওয়ার। পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়, ভোট গণনার কাজকে যথাযথভাবে ভিডিও করে তুলে রাখার। এছাড়া গণনার সময় মূল প্রতিদ্বন্দী মোহিত কুমার ও কুলদীপ সিংয়ের প্রতিনিধি সহ নির্বাচনী আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়। ভোট গণনার পর ফলাফলের নথিতে তাঁদের স্বাক্ষর করতেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী গত ৬ আগস্ট ৬৫ থেকে ৭০ বুথে পুনর্গণনা হয়। যার শেষে মোহিত কুমার ১,০৫১ ভোট পান এবং কুলদীপ সিং পান ১,০০০ ভোট। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ফলাফল সংক্রান্ত রিপোর্ট সূর্য কান্তের বেঞ্চে পেশ করা হয়। যার ভিত্তিতে বুধবার বুয়ানা লাখু গ্রামের সরপঞ্চ পদে মোহিত কুমারকে জয়ী ঘোষণা করে সুপ্রিম কোর্ট। অবিলম্বে তাঁকে দায়িত্ব গ্রহণ করতে পানিপথের ডেপুটি কমিশনার ও জেলার নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট
Nitesh Rane: EVM নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য! বিজেপি নেতার বিরোধিতায় খোদ কেন্দ্রীয় মন্ত্রী
সুপ্রিম কোর্ট
Akhilesh Yadav: উত্তরপ্রদেশে ৮০ আসনে জিতলেও EVM-র উপর আমি বিশ্বাস করব না - অখিলেশ যাদব

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in