
বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত। পাশাপাশি রাজ্য সরকারকেও কটাক্ষ করলেন তিনি।
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। যা নিয়ে সুর চড়িয়েছেন সঞ্জয় রাউত। উদ্ধব শিবিরের শিবসেনা নেতা বলেন, 'বিজেপি বলছে সাইফ আলি খানের উপর আক্রমণ একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। অভিযুক্ত যদি বাংলাদেশি হয়, তাহলে এর দায় কেন্দ্রের, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর পদত্যাগ করা উচিত। বাংলাদেশি, রোহিঙ্গাদের উচ্ছেদের বিষয়ে বিজেপির লোকদের সাথে দেখা করার জন্য একটি প্রতিনিধিদলের যাওয়া উচিত।'
তিনি আরও জানান, 'এই বিজেপিই একসময় সইফ আর করিনার বিয়েকে লাভ জিহাদ বলে কটাক্ষ করেছিল। এখন তারা তৈমুরের কথা বলছে। এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু তারা ঠিক করে কাজ করতে পারছে না।'
উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। অভিযোগ, সইফকে ছুরি দিয়ে কোপায় ওই দুষ্কৃতি। জখম অবস্থায় রাত সাড়ে তিনটে নাগাদ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। অস্ত্রোপচারও হয় অভিনেতার। হাসপাতাল সূত্রের খবর তিনি এখন সুস্থ আছেন। সব ঠিক থাকলে মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
সইফের উপর হামলার ঘটনায় রবিবার মহম্মদ সরিফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সইফের বান্দ্রার বাড়ি থেকে ৩৫ কিমি দূরে থানের একটি জায়গায় গা ঢাকা দিয়েছিল ওই অভিযুক্ত। এক জঙ্গল থেকে গ্রেফতার করা হয়ে তাকে।
সূত্রের খবর, গ্রেফতার হওয়া ব্যক্তি বাংলাদেশের নাগরিক। নাম পরিবর্তন করে গত ৪-৫ মাস মুম্বইতে থাকতে শুরু করেন তিনি। ভারতে আসার পর তিনি বিজয় দাস ছদ্মনামে কাজ করছিলেন। তবে আদালতে অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন, ওই ব্যক্তি ভারতেরই নাগরিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন