
গোমূত্রের নানা উপকারী গুণ রয়েছে বলে বিতর্কে জড়ালেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি। তিনি জানান চিকিৎসা ক্ষেত্রে উপকারী গোমূত্র। বিভিন্ন মহলে কামাকোটির মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি চেন্নাইয়ের একটি গো-সংরক্ষণশালাতে মাতু পোঙ্গাল উৎসবে যোগ দেন কামাকোটি। সেখানেই বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে আইআইটি মাদ্রাজের ডিরেক্টরকে গোমূত্র সম্পর্কে মন্তব্য করতে শোনা যায়। (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)
ভি কামাকোটি একটি উপাখ্যানের উদাহরণ দিয়ে বলেন, 'একজন তপস্বীর প্রচণ্ড জ্বর ছিল। সেই সময় তিনি একজন চিকিৎসকের সন্ধান করছিলেন। এক সন্ন্যাসী তাঁকে গোমূত্র পান করতে বলেন। ওই সন্ন্যাসীর কথামতো গোমূত্র পান করেন তিনি এবং ১৫ মিনিটের মধ্যে তপস্বীর জ্বর সেরে যায়'।
কামাকোটি আরও দাবি করেন, গোমূত্র ব্যাকটেরিকা বিরোধী, ছত্রাক বিরোধী এবং হজম শক্তি বৃদ্ধিকারী। চিকিৎসা ক্ষেত্রে এর ঔষধীগুণ রয়েছে।
আইআইটি ডিরেক্টরের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম বলেন, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর বিভ্রান্তি সৃষ্টি করছেন। ডিএমকে নেতা টি কে এস এলানগোভানের অভিযোগ, কেন্দ্র সরকারের উদ্দেশ্য দেশের শিক্ষাকে লুন্ঠন করা।
এছাড়া যুক্তিবাদী সংগঠন হিসেবে পরিচিত দ্রাবিড় কাজগম জানায়, অত্যন্ত লজ্জাজনক মন্তব্য করেছেন ডিরেক্টর। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে গোমূত্র পান করা উচিত নয়। জনসাধারণ যেন কামাকোটির বক্তব্যে বিশ্বাস না করেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ইকুয়ালিটির চিকিৎসক জিআর রবীন্দ্রনাথ বলেন, গোমূত্র খাওয়ার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কার্যত কুসংস্কার প্রচার করছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন