ভারত-পাক সংঘাত আবহে নিরাপত্তা বাড়ানো হল জয়শঙ্করের! তালিকায় বিক্রম মিস্রি-সহ ২৫ বিজেপি নেতাও

People's Reporter: স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, বিদেশমন্ত্রীর নিরাপত্তার জন্য দু’টি বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, দিল্লিতে তাঁর বাসভবনের বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করফাইল ছবি সংগৃহী
Published on

ভারত-পাক সংঘর্ষের আবহে এবার নিরাপত্তা বাড়ানো হল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, বিদেশমন্ত্রীর নিরাপত্তার জন্য দু’টি অতিরিক্ত বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, দিল্লিতে তাঁর বাসভবনের বাইরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা।

ভারতের বিদেশমন্ত্রী এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। যা ভারতের তৃতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়। জয়শঙ্করের নিরাপত্তার জন্য ৩৩ জন সিআরপিএফ কমান্ডোর একটি দল মোতায়েন রয়েছে। এছাড়া ২২ জন নিরাপত্তারক্ষী রয়েছেন, যার মধ্যে ৪-৫ জন এনএসজি কমান্ডো এবং স্থানীয় পুলিশ আছে। এছাড়া একটি বুলেটপ্রুফ গাড়িও দেওয়া হয় তাঁকে। থাকে কনভয়ের এসকর্ট গাড়ি।

কিন্তু হঠাৎ করে কেন আরও বাড়ানো হল বিদেশমন্ত্রীর নিরাপত্তা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, ভারত-পাক সংঘর্ষ আবহে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিদেশমন্ত্রী জয়শঙ্করের। জানা গেছে, গোয়েন্দাদের পরামর্শের পরেই নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে জয়শঙ্করের উপর হামলা হতে পারে বলে আশঙ্কায় নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি থেকে বৃদ্ধি করে জেড ক্যাটাগরি করা হয়। সে সময় কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে ১২ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। এছাড়া ছ’জন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও), তিন শিফটে ১২ জন সশস্ত্র এসকর্ট কমান্ডো, তিনজন প্রহরী ছিলেন। পাশাপাশি সব সময়ের জন্য উপস্থিত ছিলেন তিনজন প্রশিক্ষিত ড্রাইভার।

তবে শুধু জয়শঙ্করের নয়, নিরাপত্তা বৃদ্ধি হয়েছে বিদেশ সচিব বিক্রম মিস্রি-সহ বিজেপির ২৫ জন নেতার। এর সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বৃদ্ধির ওই ২৫ জনের তালিকায় নাম রয়েছে – কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও সুধাংশু ত্রিবেদী এবং বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
কর্নেল কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য! বিজেপি মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
India Pak Tensions: অবশেষে মুক্তি, ২২ দিনের মাথায় BSF জওয়ান পূর্ণমকে ভারতে ফেরালো পাকিস্তান!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in