
প্রকাশ্য সভায় কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠলো মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে। যার জেরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পরিস্থিতি এতোটাই জটিল যে ক্ষমা চেয়েও মেটেনি বিতর্ক। প্রবীণ বিজেপি বিধায়কের বরাখাস্তের দাবিতে সরব কংগ্রেস।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারতের সেই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে সেই অভিযানের বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভ্যোমিকা সিং। দুই নারীর এই অভিযানকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। আর এই আবহে কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি মন্ত্রী।
সোমবার ইন্দোরের কাছে মোহাউতে তহসিলের মানপুরে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজয় শাহ বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকেই পাঠিয়েছেন ওদের বাড়িতে হামলার জন্য। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন”।
নিজের বক্তব্যে সোফিয়ার নাম উল্লেখ না করলেও, এই মন্তব্য যে তাঁকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, তা বুঝতে বাকি ছিল না কারও। কর্নেল কুরেশিকে ‘জঙ্গি সম্প্রদায়ের বোন’ বলে উল্লেখ করায় গোটা দেশ মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়।
মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী আমাদের সাহসী কন্যা কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশ্যে লজ্জাজনক মন্তব্য করেছেন। আরএসএস ও বিজেপির মানসিকতাই নারী বিরোধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ওই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা। পহেলগাঁও হামলার মাধ্যমে দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে দেশ যে একত্রিত তা অপারেশন সিঁদুর-এর বার্তায় জঙ্গিরা বুঝে গিয়েছে”।
বিতর্কের মুখে মন্ত্রী বিজয় শাহ জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, “কুরেশি আমার বোন এবং তিনি সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন। সোফিয়া আমার নিজের বোনের থেকেও বেশি সম্মানের। তাঁকে আমি স্যালুট জানাই”। এদিকে মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি ভি ডি শর্মা মন্ত্রীকে তলব করে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শও দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন