
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরই প্রকাশ্যে এল তাদের পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) নতুন সদর দপ্তর। যার নাম রাখা হয়েছে 'কেশব কুঞ্জ'। ১৫০ কোটি টাকা খরচ করে এই ভবন তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ৩০০টি কক্ষ রয়েছে এই দপ্তরে।
২০১৮ সালে এই ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। দিল্লির ঝান্ডেওয়ালানে ৩.৭৫ একর জমিতে গড়ে উঠেছে এই দপ্তর। গুরজরাটের নির্মাণকারী অনুপ দাভের তৈরি করা নকশা অনুযায়ী গড়ে উঠেছে ভবনটি। ৩টি অডিটোরিয়াম রয়েছে আরএসএস-র নতুন সদর দপ্তরে। যেখানে ১৩০০ জন বসতে পারবেন। প্রধান অডিটোরিয়ামটি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা অশোক সিংহলের নামে করা হয়েছে, যিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অন্যতম প্রধান সমর্থক ছিলেন।
এছাড়া প্রায় ৩০০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে দপ্তরে। আরএসএস সূত্রে জানা গেছে, কেশব কুঞ্জের দুটি তলা আরএসএস দিল্লি শাখার জন্য এবং একটি তলা বিশ্ব কেন্দ্রের জন্য বরাদ্দ করা হবে। আর.এস.এস-এর সাপ্তাহিক পত্রিকা 'পাঞ্চজন্য'-এর অফিসও এখানে থাকবে।
৮ বছর ধরে তৈরি হওয়া এই ভবনের মধ্যে একটি একটি ঘর রয়েছে যেখানে উচ্চমানের হাসপাতালের যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই 'মিনি হাসপাতালে' ৫টি বেড রয়েছে। একটি প্যাথলজি ল্যাব এবং সমস্ত প্রয়োজনীয় ডায়াগনস্টিক সরঞ্জাম থাকবে। শারীরিক সুস্থতার জন্য একটি যোগব্যায়াম কক্ষ এবং আধুনিক ব্যায়াম সরঞ্জামও থাকবে।
সাধনা, অর্চনা এবং প্রেরণা নামে ৩টি টাওয়ার রয়েছে ভবনে। গ্রাউন্ড ফ্লোর নিয়ে প্রত্যেকটি টাওয়ার ১৩ তলা। প্রধান টাওয়ার সাধনায় সমস্ত বিভাগ থাকবে। বাকি দুই টাওয়ারে সদস্যরা থাকতে পারবেন। সূত্রের খবর, ৭৫ হাজার হিন্দুত্ববাদে বিশ্বাসী মানুষ ভবন তৈরিতে অর্থ সাহায্য করেছেন।
১৯ ফেব্রুয়ারি আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের উপস্থিতিতে এই নতুন ভবন থেকে সংগঠনের কাজ শুরু হবে। এদিন ভবনে এক "কার্যকর্তা সম্মেলন"-এরও আয়োজন করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন