UP: মুসলিম ব্যক্তিকে কেন ফ্ল্যাট বিক্রি? রেজিস্ট্রি বাতিলের দাবিতে বিক্ষোভ আবাসিকদের

People's Reporter: মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ওই আবাসিকরা। অবিলম্বে ফ্ল্যাটের রেজিস্ট্রি বাতিলের জন্য চাপসৃষ্টি করছেন বিক্ষোভকারীরা।
UP: মুসলিম ব্যক্তিকে কেন ফ্ল্যাট বিক্রি? রেজিস্ট্রি বাতিলের দাবিতে বিক্ষোভ আবাসিকদের
ছবি - সংগৃহীত
Published on

মুসলিম পরিবারকে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে উত্তপ্ত উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি সোসাইটি। চিকিৎসক অশোক বাজাজের ফ্ল্যাট বিক্রি নিয়ে বিক্ষোভের সূত্রপাত। ওই ফ্ল্যাট কেনেন এক মুসলিম পরিবার। যা কিছুতেই মেনে নিতে পারছেন না আবাসনের অন্যান্য আবাসিকরা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে খাতায় কলমে স্পষ্ট কোনও নির্দেশিকা না থাকলেও মোরাদাবাদের এক সোসাইটিতে এই অলিখিত নিয়ম জারি ছিল। যে নিয়ম অনুসারে হিন্দু ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের মানুষকে বাড়ি ভাড়া দেওয়া বা বিক্রি করা যাবেনা। কিন্তু ওই চিকিৎসক মুসলিম সম্প্রদায়ের এক ব্যক্তির কাছে নিজের ফ্ল্যাট বিক্রি করেন। যা নিয়ে অন্যান্য আবাসিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও বিক্ষোভের দৃশ্য ভাইরাল হয়েছে।

মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ওই আবাসিকরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ডঃ অশোক বাজাজ গত সপ্তাহে তাঁর ফ্ল্যাট ইকরা এবং ইউনুস চৌধুরীর কাছে বিক্রি করেছেন। ফ্ল্যাটটি সোসাইটির প্রাঙ্গনে একটি মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত। অবিলম্বে ফ্ল্যাটের রেজিস্ট্রি বাতিলের জন্য অশোক বাজাজের উপর চাপসৃষ্টি করছেন বিক্ষোভকারীরা। যতদিন না রেজিস্ট্রি বাতিল হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বুধবার সন্ধ্যায় আবাসন সমিতির সদস্যরা বৈঠকে বসেন। সমিতির সভাপতি অমিত ভার্মা বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না ওই পরিবারটিকে এখান থেকে উচ্ছেদ করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে।'

ওই আবাসিকের এক বাসিন্দা জানান, আমরা সকলে টিডিআই সিটি হাউজিং সোসাইটির বাসিন্দা। এই আবাসনে প্রায় ৪৫০টি হিন্দু পরিবার রয়েছে। গত কয়েক বছর ধরে সবাই এখানে বসবাস করছি। শান্তিতেই আছি। এখানে কোনও মুসলিম পরিবার চাই না আমরা। একজন মুসলিম পরিবারকে এখানে প্রবেশ করতে দিলে ভবিষ্যতে আরও অনেক মুসলিম পরিবার আসবে। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আমরা এই রেজিস্ট্রি বাতিলের আবেদন করেছি।'

জেলা শাসক অনুজ সিং জানান, আমাদের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা। সহজে সমাধান খোঁজার জন্য উভয় পক্ষের সাথেই কথা বলছি।

UP: মুসলিম ব্যক্তিকে কেন ফ্ল্যাট বিক্রি? রেজিস্ট্রি বাতিলের দাবিতে বিক্ষোভ আবাসিকদের
Farmers Protest: টিয়ার গ্যাসের শেলে আহত কয়েকজন বিক্ষোভকারী, দিল্লিমুখী জাঠা আজকের মত স্থগিত
UP: মুসলিম ব্যক্তিকে কেন ফ্ল্যাট বিক্রি? রেজিস্ট্রি বাতিলের দাবিতে বিক্ষোভ আবাসিকদের
Farmers Protest: কৃষকদের বিক্ষোভ আন্দোলনের জের, হরিয়ানার ১১ গ্রামে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in