
দেশে জাতিভিত্তিক সংরক্ষণ ব্যবস্থাকে ‘ট্রেনের বগি’র সঙ্গে তুলনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “যাঁরা একবার বগিতে উঠেছেন, তাঁরা আর অন্যদের উঠতে দিতে চান না।”
মঙ্গলবার শীর্ষ আদালতে মহারাষ্ট্রের স্থানীয় সংস্থা নির্বাচনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য সংরক্ষণ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। ওই শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের বিচারপতি এই মন্তব্য করেন।
বিচারপতি সূর্য কান্ত বলেন, “সংরক্ষণ একটি অন্তর্ভুক্তিমূলক নীতি। আরও শ্রেণীকে চিহ্নিত করতে সরকার বাধ্য। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত অনেকেই রয়েছেন, যারা এখনও এই সুযোগ থেকে বঞ্চিত।”
২০১৬-১৭ সালের পর মহারাষ্ট্রে আর স্থানীয় সংস্থা নির্বাচন হয়নি। ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা চলায় নির্বাচনে সময় লাগছে বলেই জানা যাচ্ছে। ২০২১ সালে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের ২৭ শতাংশ সংরক্ষণের নির্দেশ খারিজ করে দিয়ে তিন স্তরের মানদণ্ড নির্ধারণ করে।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী ইন্দিরা জয়সিং অভিযোগ করেন, ওবিসিদের চিহ্নিত করার পরও সরকার তথ্য ব্যবহার করছে না এবং একতরফাভাবে স্থানীয় সংস্থা পরিচালনা করছে।
বিচারপতি কান্তের মন্তব্যে এবং বিচারপতি বি আর গাভাইয়ের আগের পর্যবেক্ষণের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তিনিও বলেছিলেন, সংরক্ষণের সুবিধা পাওয়া একশ্রেণির মধ্যে এমন প্রবণতা তৈরি হয়েছে যে, তাঁরা অন্য যোগ্যদের সেই সুযোগ পেতে বাধা দেয়।
বিচারপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ কয়েকদিন আগেই কেন্দ্র জাতিভিত্তিক আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিহ্নিত করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিরোধীরাও দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন