
সম্প্রতি দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে প্রচুর নগদ পোড়া টাকা উদ্ধার হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিচারবিভাগের স্বছতা নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে বিচারবিভাগের স্বচ্ছতা বজায় রাখতে বিচারপতিদের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে আনতে শুরু করেছে সুপ্রিম কোর্ট। সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা হয়েছে।
বর্তমানে সুপ্রিম কোর্টে ৩৩ জন বিচারপতি রয়েছেন। যার মধ্যে বর্তমানে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং হবু প্রধান বিচারপতি বিআর গবই-সহ ২১ জন বিচারপতির সম্পত্তির হিসাব প্রকাশ করা হয়েছে। বিচারপতিদের স্থাবর এবং অস্থাবর-সহ যাবতীয় সম্পত্তির উল্লেখ রয়েছে ওয়েবসাইটে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্থায়ী আমানত-সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এছাড়া পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ ৮৯ হাজার টাকা। দিল্লিতে একটি তিন বেড রুম এবং একটি চার বেড রুমের ফ্ল্যাট রয়েছে। এছাড়া প্রধান বিচারপতির একটি মারুতি সুইফট গাড়ি রয়েছে।
বর্তমান বিচারপতির সম্পত্তির পরিমাণের পাশাপাশি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে হবু প্রধান বিচারপতির সম্পত্তির পরিমাণ। তথ্য অনুসারে, বিচারপতি গবইয়ের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ১৯ লক্ষ ৬৩ হাজার ৫৮৪ টাকা রয়েছে। এ ছাড়া কিছু নগদ অর্থও রয়েছে। তাঁর পিপিএফ অ্যাকাউন্টে ৬ লক্ষ ৫৯ হাজার ৬৯২ টাকা এবং জিপিএফ অ্যাকাউন্টে ৩৫ লক্ষ ৮৬ হাজার ৭৩৬ টাকা রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের অমরাবতিতে রয়েছে একটি পৈতৃক বাড়ি। নয়া দিল্লি এবং মুম্বাইয়ের বান্দ্রায় রয়েছে ফ্ল্যাট। এছাড়া মহারাষ্ট্রের অমরাবতি এবং নাগপুর মিলিয়ে তিনটি চাষের জমি রয়েছে।
এ ছাড়া, বিচারপতিদের সোনা-রুপোর গহনা বা অন্য কোনও মূল্যবান সম্পত্তি সংক্রান্ত তথ্যও প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধারের পর ১ এপ্রিল শীর্ষ আদালতে ‘ফুল কোর্ট’ (সব বিচারপতির উপস্থিতি) বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের সম্পত্তি প্রকাশ্যে আনা হবে। সেই মতো বিচারপতিদের তথ্য প্রকাশ্যে আনতে শুরু করল সুপ্রিম কোর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন