
ফের ৪০ দিনের প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। এই নিয়ে ২০২০ সালের পর থেকে ১৪ বার তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হল।
কর্মকর্তারা জানিয়েছেন যে আজ সকালে গুরমিত রাম রহিম হরিয়ানার সিরসার ডেরা আশ্রমে চলে গেছেন। চলতি বছর এপ্রিল মাসেই ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
এছাড়া চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পান রাম রহিম। ওই সময়ই দিল্লি বিধানসভা নির্বাচন ছিল। ওই সময় তিনি ১০ দিন সিরসায় এবং বাকি সময় বাগপতের ডেরায় ছিলেন। এর আগে, গত বছর অক্টোবর মাসে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় ২০ দিনের প্যারোলে মুক্তি পান তিনি। ২০২৩ সালের নভেম্বর মাসে রাজস্থান নির্বাচনের আগে ২৯ দিনের প্যারোল, জুলাই মাসে হরিয়ানার পঞ্চায়েত নির্বাচনের আগে ৩০ দিনের প্যারোলে ছুটি দেওয়া হয়েছিল।
২০২২ সালেও একাধিকবার তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জুন মাসে হরিয়ানা পৌর কর্পোরেশন নির্বাচনের আগে এবং অক্টোবর মাসে আদমপুর বিধানসভা উপনির্বাচনের আগে তাকে মুক্তি দেওয়া হয়। এমনকি ২০২০ সালের অক্টোবরে, সোনেপতের বরোদা উপনির্বাচনের সময়ও তাকে দিনের বেলা গুরুগ্রামে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেরা সাচ্চা সৌদার বড় ভোটব্যাঙ্ক রয়েছে বিশেষত হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিম উত্তরপ্রদেশে। বহু বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দল এই সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য আগ্রহী। বিশেষত নির্বাচনের সময় এই ডেরা প্রধানের 'আর্শীবাদ’পেতে নেতারা ডেরায় যান—এ দৃশ্য নতুন নয়।
প্রসঙ্গত, গুরমিত রাম রহিম ২০০২ সালে দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ২০১৭ সালে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও, সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায়ও তিনি দোষী সাব্যস্ত। তাঁর বর্তমান ঠিকানা হরিয়ানার রোহতকের সুনিয়া জেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন