

মানবিক দৃষ্টান্ত স্থাপন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রাজনৈতিক বিরোধিতা ভুলে কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনাও করলেন রাহুল গান্ধী।
রাজনীতির থেকেও বড় হল মানবিকতাবোধ। সেটা প্রমাণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে আহমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়।
বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই নরেন্দ্র মোদীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে নিজের ট্যুইটার হ্যান্ডেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, "মা ও ছেলের মধ্যে যে ভালোবাসা তা অনন্ত এবং খুব মূল্যবান হয়। মোদীজী, এই কঠিন সময়ে আমার ভালোবাসা ও সমর্থন আপনার সাথে আছে। আমি প্রার্থনা করছি আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।"
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ১০০ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে হীরাবেন মোদীর অবস্থা এখন স্থিতিশীল।
গুজরাট নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নিজের মায়ের সাথে দেখা করেছিলেন। অসুস্থতার খবর পেয়ে তিনি দ্রুত আহমেদাবাদ পৌঁছান। হাসপাতাল গিয়েছেন গুজরাত বিজেপির নেতাকর্মীরাও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন