
সংসদে কংগ্রেসের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে সমস্ত দলীয় সাংসদকে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে যখন এইধরনের বিক্ষোভে সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন। দলীয় সাংসদদের আজ এই নির্দেশ দিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানান এই ধরণের প্রতিবাদে দলীয় সাংসদদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাহুল গান্ধী এদিন আরও বলেন, অন্য দলের সাংসদদের সঙ্গে কোনও বিতণ্ডায় না জড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব কার কাছে থাকবে সেই বিষয়েও মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কংগ্রেস নেতৃত্ব এই ধরণের পরিস্থিতি সামলাতে পারবে।
এর আগেই সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন ইন্ডিয়া মঞ্চের শরিকদের মধ্যে একাধিক বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে। বিশেষ করে আদানির বিরুদ্ধে কংগ্রেসের লাগাতার প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে দেখা যায়নি তৃণমূলকে। একইভাবে সমাজবাদী পার্টি আদানি ইস্যুর চেয়ে সম্ভল ইস্যুতে জোর দিতে চেয়েছে।
ইন্ডিয়া মঞ্চের মধ্যে থেকেই শারদ পাওয়ার এবং লালুপ্রসাদ যাদব নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ দাঁড়ানোয় কিছুটা হলেও ইন্ডিয়া মঞ্চে ফাটল ধরেছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের প্রশ্নে বিশেষ আগ্রহী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে ইন্ডিয়া মঞ্চের শরিকদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিলে তা থেকে লাভবান হবে বিজেপি।
মঙ্গলবার কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, দলের পক্ষ থেকে সবসময় সাংসদদের পারফরমেন্সের ওপর নজর দেওয়া হচ্ছে। সংসদের বিক্ষোভে সাংসদদের উপস্থিতিও এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
গতকালই আদানি ইস্যুতে কংগ্রেসের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতি সত্ত্বেও বহু সাংসদ অনুপস্থিত ছিলেন। ওইদিন কংগ্রেস সাংসদরা আদানির মুখোশ পরে বিক্ষোভ দেখান।
সূত্র অনুসারে, সদ্য নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দলীয় সাংসদদের উদ্দেশ্যে জানিয়েছেন, বিক্ষোভের জন্য নতুন নতুন পদ্ধতি ভাবা প্রয়োজন। গতানুগতিক মিছিল এবং অবস্থান বিক্ষোভ করে জনমত আকৃষ্ট করা যাবে না।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন পদ্ধতিতে সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। এদিনও তৃণমূল এবং সমাজবাদী পার্টি ছাড়া ইন্ডিয়া মঞ্চের অন্যান্য সাংসদরা আদানির নাম লেখা ছবি সহ জ্যাকেট পরে বিক্ষোভ দেখান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন