Farmers Protest: বিকেল ৪টেয় কৃষক আন্দোলনের পরবর্তী কর্মসূচী, অনশনরত ডালেওয়ালের অবস্থা আশঙ্কাজনক

People's Reporter: মঙ্গলবার এই বৈঠকের পরে বিকেল ৪টেয় শম্ভু সীমান্তে এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে কৃষক সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে।,
Farmers Protest: বিকেল ৪টেয় কৃষক আন্দোলনের পরবর্তী কর্মসূচী, অনশনরত ডালেওয়ালের অবস্থা আশঙ্কাজনক
Published on

কৃষকদের দিল্লি চলো অভিযানের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ বিকেলে আবারও বৈঠকে বসছে কৃষক নেতৃত্ব। মঙ্গলবার এই বৈঠকের পরে বিকেল ৪টেয় শম্ভু সীমান্তে এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে কৃষক সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে। এর আগে মঙ্গলবার পর্যন্ত দিল্লি চলো জাঠা স্থগিত করেছিল সংযুক্ত কিষাণ মোর্চা সহ অন্যান্য সংগঠন।

হরিয়ানা এবং পাঞ্জাবের মধ্যে খানৌরি সীমান্তে, জগজিৎ সিং ডালেওয়ালের নেতৃত্বে কৃষকরা মঙ্গলবার অনশন পালন করে প্রতিবাদ জারি রেখেছে। এদিন লঙ্গর সহ খাবার তৈরি সম্পূর্ণ বন্ধ রেখে প্রতিবাদের জায়গায় কোনও উনুন জ্বালানো হয়নি। কৃষকরা আশেপাশের গ্রামবাসীদেরও অনুরোধ করেছেন যে আজ বিক্ষোভস্থলে কোনো খাবার না আনার জন্য।

অন্যদিকে, শম্ভু সীমান্তে কৃষক নেতাদের মধ্যে বৈঠক চলছে, যেখানে দিল্লির দিকে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

এই অঞ্চলে ১৫ দিন ধরে অনশনে থাকা জগজিৎ সিং ডালেওয়ালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সারওয়ান সিং পান্ধের সহ কৃষক নেতারা নিশ্চিত করেছেন যে ডালেওয়ালের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে।

এদিন সকালে আন্দোলনরত কৃষকরা তাদের বিক্ষোভস্থল পরিষ্কারের কাজে হাত লাগান। গত ৬ এবং ৮ ডিসেম্বর এই অঞ্চল থেকে তাঁরা যখন দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছিলেন এখানেই তাদের আটকে দেয় হরিয়ানা পুলিশ এবং আধা সামরিক বাহিনী। পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয় কৃষকদের উদ্দেশ্যে। যে ঘটনায় বেশ কয়েকজন কৃষক আহত হন।

এরপরেই সংযুক্ত কিষাণ মোর্চা (নন পলিটিক্যাল) এবং কিষাণ মজদুর মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার পর্যন্ত জাঠা স্থগিত করা হয়। এই মুহূর্তে আন্দোলনরত কৃষকরা পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তের শম্ভু এবং খানৌরি অঞ্চলে অবস্থান করছেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁরা ওই অঞ্চলে নিজেদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা, কৃষি ঋণ মুকুব, কৃষকদের জন্য পেনশন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা সহ একাধিক দাবিতে বার বার সরব হয়েছেন তাঁরা।

শুক্রবার ৬ ডিসেম্বর সকালে শম্ভু সীমান্ত অঞ্চল থেকে ১০১টি কৃষক সংগঠনের ডাকে কৃষকরা দিল্লি অভিমুখী জাঠা শুরু করলে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাদের এগোতে বারণ করা হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ধারা ১৬৩ অনুসারে তাদের উদ্দেশ্যে এক নোটিশ দেওয়া হয়। যদিও কৃষকরা সেই নোটিশ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগোতে চেষ্টা করেন। এর পরেই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়।

এর আগে কৃষকদের বিক্ষোভ জাঠার জেরে হরিয়ানা সরকারের পক্ষ থেকে আম্বালার ১১টি গ্রামে ৯ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা এবং বাল্ক এসএমএস সার্ভিস স্থগিত রাখার নির্দেশ জারি করা হয়েছিল।

Farmers Protest: বিকেল ৪টেয় কৃষক আন্দোলনের পরবর্তী কর্মসূচী, অনশনরত ডালেওয়ালের অবস্থা আশঙ্কাজনক
শম্ভু সীমান্তে আটকে দেওয়া হল কৃষকদের! পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ কিছু এলাকায়
Farmers Protest: বিকেল ৪টেয় কৃষক আন্দোলনের পরবর্তী কর্মসূচী, অনশনরত ডালেওয়ালের অবস্থা আশঙ্কাজনক
Farmers Protest: কৃষকদের বিক্ষোভ আন্দোলনের জের, হরিয়ানার ১১ গ্রামে বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in