Jagdeep Dhankhar: ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রথম, রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা বিরোধীদের!

People's Reporter: মঙ্গলবার ৫০-র বেশি সাংসদ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং আরজেডির সাংসদরা সই করেছেন।
জগদীপ ধনখড়
জগদীপ ধনখড়ফাইল ছবি সংগৃহীত
Published on

ভারতের সংসদীয় রাজনীতিতে এই প্রথম বার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধীরা। বর্তমান চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছেন ইন্ডিয়া মঞ্চভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা।

রাজ্যসভায় জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলে বিরোধীরা। মঙ্গলবার ৫০-র বেশি সাংসদ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং আরজেডির সাংসদরা সই করেছেন। রাজ্যসভার সচিবালয়ে অনাস্থা প্রস্তাব জমা করা হয়। ভারতীয় সংবিধানের ৬৭(বি) ধারায় পেশ করা হয় এই অনাস্থা প্রস্তাব।

অন্যদিকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "আমরা প্রতিদিনই আলোচনা করার চেষ্টা করি। কিন্তু ওরা আলোচনা করতে চায় না। তাই ওরা কোনো কারণে হাউস মুলতবি করে দেয়"।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'জগদীপ ধনখড় সংসদে যেভাবে পক্ষপাত করে চলেছেন তাতে অনাস্থা ছাড়া অন্য কোনও বিকল্প পথ আমাদের নেই। ইন্ডিয়া জোটের সকল সদস্যরা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেছে। দুঃখজনক হলেও গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে এমন পদক্ষেপ নিতে হয়েছে।

প্রসঙ্গত, গতকাল উত্তাল হয় রাজ্যসভা। বিজেপির তরফ থেকে গিরিরাজ সিং দাবি করেন সোনিয়া গান্ধীর সাথে জর্জ সোরোসের সম্পর্ক নিয়ে কংগ্রেস আলোচনা চাইছে না। তাই জন্যই হাউস চালাতে দিচ্ছে না।

জগদীপ ধনখড়
Farmers Protest: বিকেল ৪টেয় কৃষক আন্দোলনের পরবর্তী কর্মসূচী, অনশনরত ডালেওয়ালের অবস্থা আশঙ্কাজনক
জগদীপ ধনখড়
SM Krishna: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ, বেঙ্গালুরুকে 'সিলিকন ভ্যালি' করার রূপকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in