

ভারতের সংসদীয় রাজনীতিতে এই প্রথম বার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধীরা। বর্তমান চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছেন ইন্ডিয়া মঞ্চভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা।
রাজ্যসভায় জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলে বিরোধীরা। মঙ্গলবার ৫০-র বেশি সাংসদ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং আরজেডির সাংসদরা সই করেছেন। রাজ্যসভার সচিবালয়ে অনাস্থা প্রস্তাব জমা করা হয়। ভারতীয় সংবিধানের ৬৭(বি) ধারায় পেশ করা হয় এই অনাস্থা প্রস্তাব।
অন্যদিকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, "আমরা প্রতিদিনই আলোচনা করার চেষ্টা করি। কিন্তু ওরা আলোচনা করতে চায় না। তাই ওরা কোনো কারণে হাউস মুলতবি করে দেয়"।
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'জগদীপ ধনখড় সংসদে যেভাবে পক্ষপাত করে চলেছেন তাতে অনাস্থা ছাড়া অন্য কোনও বিকল্প পথ আমাদের নেই। ইন্ডিয়া জোটের সকল সদস্যরা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেছে। দুঃখজনক হলেও গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে এমন পদক্ষেপ নিতে হয়েছে।
প্রসঙ্গত, গতকাল উত্তাল হয় রাজ্যসভা। বিজেপির তরফ থেকে গিরিরাজ সিং দাবি করেন সোনিয়া গান্ধীর সাথে জর্জ সোরোসের সম্পর্ক নিয়ে কংগ্রেস আলোচনা চাইছে না। তাই জন্যই হাউস চালাতে দিচ্ছে না।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন