
ভারতের স্বাধীনতা দিবস নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করায় সংঘ প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে 'রাষ্ট্রদ্রোহ'র অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে সংঘ প্রধানকে ইতিমধ্যেই গ্রেফতার করা উচিত।
রাহুল গান্ধী বলেন, "মোহন ভাগবতের এতো ঔদ্ধত্য যে প্রতি ২-৩ দিন অন্তর দেশের স্বাধীনতা আন্দোলন এবং সংবিধান সম্পর্কে তাঁর মতামত দেশবাসীকে জানান তিনি। তিনি যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহের সমান। কারণ তিনি বলেছেন সংবিধান অবৈধ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই অবৈধ। এই কথা প্রকাশ্যে বলার মতো ঔদ্ধত্য তাঁর মধ্যে রয়েছে। অন্য যেকোনো দেশে এই ধরণের মন্তব্য করলে তাঁকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে বিচার করা হত।"
রাহুল গান্ধী আরও জানান, 'সংঘ প্রধান যা বলেছেন তা প্রত্যেক ভারতীয়র জন্য অপমানজনক। এই সব বাজে কথা শোনা বন্ধ করার সময় এসে গেছে। তাঁরা নিজেদেরকে তোতাপাখি ভেবে চিৎকার করেই যাচ্ছে।'
প্রসঙ্গত, সোমবার ইন্দোরের এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেছিলেন, "১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা লাভের পর এক লিখিত সংবিধান তৈরি করা হয়েছিল…কিন্তু সেই সময়ের দর্শনের চেতনা অনুসারে এই দলিল তৈরি হয়নি। বহু শতাব্দী ধরে নিপীড়ন সহ্য করে আসা ভারতের প্রকৃত স্বাধীনতা সেই দিনে (রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠার দিন') প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন