Maharashtra: পুনেতে পর্যটকদের নিয়ে সেতু ভেঙে পড়ার ঘটনার নিন্দা করে সরকারের জবাব চাইল কংগ্রেস

People's Reporter: রবিবার পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত প্রায় ১৮। তাঁদের চিকিৎসা চলছে।
মহারাষ্ট্রে ইন্দ্রায়নী নদীর ওপর ভেঙে পড়া সেতু
মহারাষ্ট্রে ইন্দ্রায়নী নদীর ওপর ভেঙে পড়া সেতু ছবি - এস কে চক্রবর্তীর এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on
Summary

• রবিবার পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

• এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে।

• ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের কাছ থেকে জবাব চেয়েছে কংগ্রেস।

রবিবার মহারাষ্ট্রের পুনের ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। যার জেরে তলিয়ে গেছেন বহু মানুষ। জানা গেছে, এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৯ জনকে। ঘটনায় আহত প্রায় ১৮। তাঁদের চিকিৎসা চলছে। আর এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের কাছ থেকে জবাব দাবি করেছে কংগ্রেস।

পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালা গ্রামের কাছে গতকাল দুর্ঘটনাটি ঘটে। ইন্দ্রায়ণী নদীর কাছে এই পুরনো সেতুটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। সপ্তাহের শেষের ছুটিতে পর্যটকদের ভিড় হয় সেতুতে। সেইমতো রবিবারেও বহু পর্যটকদের ভিড় ছিল সেতু এবং আশেপাশের এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় ৫০ জনেরও বেশি মানুষ সেতুর উপর উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বহুদিন ধরেই এই সেতু জরাজীর্ণ অবস্থায় ছিল। বহু আগেই এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে, সেখানে খরস্রোত দেখার জন্য অনেকেই ভিড় করেন। প্রাথমিক ভাবে অনুমান, জলের তোড়েই ভেঙে গিয়েছে সেতুটি।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহত পর্যটকদের দ্রুত আরোগ্য কামনা করি"। এরপরেই তিনি লিখেছেন, "তবে এই ঘটনার জবাবদিহি করতে হবে। এই দুর্ঘটনার জন্য দায়ী সকল ব্যক্তিকে আইনের আওতায় আনাতে হবে"।

অন্যদিকে, এই ঘটনার শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখনও যাঁরা নিখোঁজ, তাঁদের কুশল কামনা করি। আমি প্রশাসনের কাছে আবেদন করছি যেন তারা দ্রুততার সাথে ত্রাণ ও উদ্ধার অভিযান চালায়"।

কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "যাঁরা প্রিয়জনক হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমরা উদ্ধারকারী দলের সাহসী এবং অক্লান্ত প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে এই ঘটনায় অবশ্যই জবাবদিহি করতে হবে"।

Keywords: Pune, Indrayani River, bridge collapse, 4 dead, Congress, demands answers

মহারাষ্ট্রে ইন্দ্রায়নী নদীর ওপর ভেঙে পড়া সেতু
Maharashtra: বিভ্রান্তিকর অথবা ভুল সংবাদ পরিবেশন বন্ধ করতে মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা জারি
মহারাষ্ট্রে ইন্দ্রায়নী নদীর ওপর ভেঙে পড়া সেতু
Maharashtra: লোকসভা ভোটের ৫ মাসের মধ্যে মহারাষ্ট্রে ৩৯ লাখ নতুন ভোটার! গুরুতর অভিযোগ কংগ্রেসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in