Maharashtra: বিভ্রান্তিকর অথবা ভুল সংবাদ পরিবেশন বন্ধ করতে মহারাষ্ট্র সরকারের নির্দেশিকা জারি

People's Reporter: সরকারি নির্দেশে বলা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস (DGIPR) সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সম্পর্কে খতিয়ে দেখবেন।
দেবেন্দ্র ফড়নবিশ
দেবেন্দ্র ফড়নবিশফাইল ছবি - সংগৃহীত
Published on
Summary

* মার্চ মাসের শুরুতেই মিডিয়া মনিটরিং সেন্টার তৈরির কথা জানানো হয়েছিল।

* এবার সেই নির্দেশিকা (Government Resolution) জারি করলো মহারাষ্ট্র সরকার।

* এবার থেকে বিভ্রান্তিমূলক অথবা ভুল সংবাদ পরিবেশনে ব্যবস্থা গ্রহণ করবে DGIPR

চলতি মাসের শুরুতেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ‘মিডিয়া মনিটরিং সেন্টার’ তৈরির কথা জানানো হয়েছিল। এরজন্য ১০ কোটি টাকার প্রস্তাবিত ব্যয়ের অনুমোদনও দেওয়া হয়েছিল। এবার সেই কাজে আরও একধাপ এগোলো মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশের নেতৃত্বাধীন বিজেপি-শিবসেনা-এনসিপি-র মহাযুতি সরকার।

শুক্রবার এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা অনুসারে, এবার থেকে প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং ডিজিয়াল মিডিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য এবং প্রশাসন সম্পর্কিত যে যে খবর প্রকাশিত হবে সেই সেই খবর যাচাই করে দেখা হবে। এক্ষেত্রে যদি কোনও খবরে ভুল অথবা বিভ্রান্তিকর কোনও তথ্য পাওয়া যায়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে তার কারণ জানতে চাওয়া হবে।

গতকালের সরকারি নির্দেশে বলা হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস (DGIPR) সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট সম্পর্কে খতিয়ে দেখবেন এবং যেসব রিপোর্ট তথ্যগতভাবে ভুল মনে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

জানা গেছে, ডিজিআইপিআর কোনও বিভ্রান্তিমূলক সংবাদ প্রসঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানতে চাইবেন এবং ওই দপ্তরকে ১২ ঘণ্টার মধ্যে সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে ডিজিআইপিআর-কে পাঠাতে হবে। প্রত্যেক দপ্তরে এই কাজের জন্য একজন জয়েন্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার নিযুক্ত করতে হবে, যাতে দ্রুত এই সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিআইপিআর-এর কাছে পাঠানো যায়।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন ইলেক্ট্রনিক, ডিজিটাল সংবাদমাধ্যমে বহু ভুল খবর প্রকাশিত হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট সেই দপ্তরের মন্ত্রীর বক্তব্য দু’ঘণ্টার মধ্যে ডিজিআইপিআর-এর কাছে পাঠাতে হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

এর পরেই ডিজিআইপিআর নিজেদের ব্লগে অথবা ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করবে এবং তা সংশ্লিষ্ট ডিজিটাল মিডিয়া অথবা সংবাদপত্র অথবা নিউজ চ্যানেলকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেই খবর সম্পর্কে জানতে চাওয়া হবে। পরবর্তী পদক্ষেপের জন্য এই সংক্রান্ত সমস্ত তথ্য প্রেস ইনফরমেশন ব্যুরোর কাছেও পাঠাবে ডিজিআইপিআর। এরপর ডিজিআইপিআর-এর পদক্ষেপের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কী ব্যবস্থা নেয় সেই বিষয়েও নজর রাখা হবে।

এর আগে গত ১৯ মার্চ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, রাজ্যে তিন মাসের মধ্যে একটি সরকারি প্রস্তাব জারি করে সরকারি কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে জানানো হবে।

মহারাষ্ট্র আইন পরিষদে বক্তৃতা দেওয়ার সময়, ফড়নবিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শৃঙ্খলা এবং উপযুক্ত আচরণের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন, "তিন মাসের মধ্যে এই বিষয়ে যথাযথ সংশোধনী আনা হবে। যেখানে প্রয়োজন হবে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে।

দেবেন্দ্র ফড়নবিশ
Maharashtra: 'মারাঠি ভাষা শিখতেই হবে' - RSS নেতার মন্তব্যের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী ফডনবিশ
দেবেন্দ্র ফড়নবিশ
Maharashtra: দেশ এবং মহারাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্বাসরোধ করছে বিজেপি - অভিযোগ উদ্ধব ঠাকরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in