

লখনউ, ১৩ এপ্রিল: আজ বৈশাখি উপলক্ষে বিশাল সংখ্যক কৃষকেরা উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড থেকে ইউপি গেট-গাজিপুর সীমান্তে জড়ো হবে। কেন্দ্রের কৃষি আইনের অভিনব প্রতিবাদ হিসেবে বৈশাখির দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। মূলত পঞ্জাব ও উত্তর ভারতের ধুমধাম করে পালিত হয়ে থাকে এই বৈশাখি উৎসব। খারিফ ফসল পাকার আনন্দে এই বৈশাখি পালন করা হয়ে থাকে।
ভারতীয় কিষান ইউনিয়নের মিডিয়া ইনচার্জ ধর্মেন্দ্র মালিক জানিয়েছেন, কৃষি আইনের কপি পুড়িয়ে এই বৈশাখি পালন করা হবে সীমান্তগুলোতে। ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে সংবিধান বাঁচাও দিবস পালন করবেন কৃষকরা। গাজিপুর কিষান আন্দোলন কমিটির মুখপাত্র জাগতার সিং বাজওয়া ইউপি গেটে বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তিনি জানান, আগামি রবিবারের আন্দোলনের একটি অংশ এটি। প্রশাসনকে আগে থেকেই সতর্ক করতে প্রতিবাদ আন্দোলন চালানো হবে। এছাড়াও ১৩ ও ১৪ এপ্রিলের পরিকল্পনাও রয়েছে। আর উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তরপ্রদেশ থেকে আসা কৃষকদেরই এই অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে বলে কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এইসব কৃষকরা সোমবার সন্ধেতেই পৌঁছে গিয়েছে সীমান্তগুলোতে।
এই প্রতিবাদ আন্দোলনে সামিল হবেন নানা প্রান্তের কৃষক, শ্রমিক, মহিলা, দলিত-আদিবাসী-বহুজন ও বেকার যুবক-যুবতীরা। এইসব আন্দোলনকারীরা নিজোই গাড়ি করে আসবেন। এরইমধ্যে ১৪ তারিখ 'কিষান বহুজন একতা দিবস' পালন করা হবে বহুজন সমাজকে উদ্দেশ্য করে। মঞ্চে উপস্থিত বেশিরভাগ বক্তারাই বহুজন সমাজের নেতারা হবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন