

গাজিপুর, ৭ এপ্রিল: কৃষক আন্দোলন থেকে কিছুতেই টলানো যাবে না আন্দোলনরত কৃষকদের। এমনটাই জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সারা দেশে লকডাউন ঘোষণা হলেও আন্দোলন থেকে হটবেন না কৃষকরা।
উল্লেখ্য, সারা দেশে বাড়তে থাকা করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমন অবস্থায় ফের একবার দেশে লকডাউন ঘোষণা হওয়া নিয়ে চিন্তাভাবনা চলছে। রাজধানী দিল্লিতেও নাইট কার্ফু জারি হয়েছে। শেষ কয়েক দিন ধরে কোভিড সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে।
গত ৮ মাসে যে সংখ্যা ছিল আক্রান্তের তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক দিনেই। সংক্রমণের বিষয়ে প্রশ্ন করা হরে টিকাইত বলেন, 'আমরা এই কৃষক আন্দোলনকে আর একটি শাহিনবাগ হতে দেব না। সারা দেশে লকডাউন ঘোষণা হতেই পারে, কিন্তু কৃষকরা নিজেদের অবস্থানে অনড় থাকবেন।' কোভিড বিধি নিষেধ মেনেই দিল্লি সীমান্তে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন