Farmers Protest: সারা দেশে লকডাউন হলেও নিজেদের অবস্থানে অনড় থাকবেন কৃষকরা - রাকেশ টিকাইত

টিকাইত বলেন, 'আমরা এই কৃষক আন্দোলনকে আর একটি শাহিনবাগ হতে দেব না। সারা দেশে লকডাউন ঘোষণা হতেই পারে, কিন্তু কৃষকরা নিজেদের অবস্থানে অনড় থাকবেন।
রাকেশ টিকাইত
রাকেশ টিকাইত ফাইল ছবি- সংগৃহীত

গাজিপুর, ৭ এপ্রিল: কৃষক আন্দোলন থেকে কিছুতেই টলানো যাবে না আন্দোলনরত কৃষকদের। এমনটাই জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সারা দেশে লকডাউন ঘোষণা হলেও আন্দোলন থেকে হটবেন না কৃষকরা।

উল্লেখ্য, সারা দেশে বাড়তে থাকা করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমন অবস্থায় ফের একবার দেশে লকডাউন ঘোষণা হওয়া নিয়ে চিন্তাভাবনা চলছে। রাজধানী দিল্লিতেও নাইট কার্ফু জারি হয়েছে। শেষ কয়েক দিন ধরে কোভিড সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে।

রাকেশ টিকাইত
দেশজুড়ে কৃষকদের প্রতিবাদ আন্দোলনে এবার “ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া” (FCI) বাঁচানোর ডাক

গত ৮ মাসে যে সংখ্যা ছিল আক্রান্তের তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক দিনেই। সংক্রমণের বিষয়ে প্রশ্ন করা হরে টিকাইত বলেন, 'আমরা এই কৃষক আন্দোলনকে আর একটি শাহিনবাগ হতে দেব না। সারা দেশে লকডাউন ঘোষণা হতেই পারে, কিন্তু কৃষকরা নিজেদের অবস্থানে অনড় থাকবেন।' কোভিড বিধি নিষেধ মেনেই দিল্লি সীমান্তে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in