Bihar Polls 25: বিহার বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় চমক পিকে-র, তিনি লড়বেন কিনা স্পষ্ট নয়

People's Reporter: বৃহস্পতিবার দুপুরে ঘোষিত এই তালিকায় মোট ৫১ জন প্রার্থীর নাম রয়েছে। প্রার্থীদের মধ্যে ১৬ শতাংশ মুসলিম এবং ১৭ শতাংশ অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকে প্রার্থী করেছে জন সূরজ।
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি, প্রশান্ত কিশোরের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

আগামী মাসের ৬ ও ১১ তারিখ বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এখনও কোনও রাজনৈতিক দলই প্রার্থী তালিকা প্রকাশ না করলেও বৃহস্পতিবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো জন সূরজ পার্টি। এদিন দুপুরে ঘোষিত এই তালিকায় মোট ৫১ জন প্রার্থীর নাম রয়েছে। পিকের এই নতুন দলের প্রার্থীদের তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে অন্য ছবি। প্রার্থী করা হয়েছে - বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৬ শতাংশ মুসলিম এবং ১৭ শতাংশ অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে থেকে জন সূরজ পার্টির প্রার্থী করা হয়েছে। এই পরিসংখ্যান প্রশান্ত কিশোরের ‘অন্তর্ভুক্তিমূলক রাজনীতি’র বার্তা স্পষ্ট করে। প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাঁদের 'স্বচ্ছ ভাবমূর্তির' উপর। দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটা জন সূরজ পার্টির প্রথম প্রার্থী তালিকা। যদিও এই তালিকায় নাম নেই দলের প্রধান প্রশান্ত কিশোরের।

পিকের দলের প্রার্থী তালিকায় সবচেয়ে আলোচিত নাম প্রখ্যাত গণিতজ্ঞ কে সি সিনহা-র। দীর্ঘদিন ধরে লেখার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষার সঙ্গে যুক্ত। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও। তাঁর লেখা বই বিহারসহ দেশের বহু স্কুলে দীর্ঘদিন ধরে পড়ানো হয়।

এছাড়া মানঝি আসনে জন সূরজ পার্টির প্রার্থী হয়েছেন আইনজীবী ওয়াই বি গিরি। পাটনা হাইকোর্টের এই সিনিয়র অ্যাডভোকেট একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত ছিলেন। তিনি বিহার সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে পাটনা হাইকোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুজফফরপুর কেন্দ্র থেকে পিকের দলের প্রার্থী হয়েছেন চিকিৎসক ডাক্তার অমিত কুমার দাস। পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র ডাক্তার দাস দীর্ঘদিন ধরে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার প্রসারে কাজ করে চলেছেন। তিনি ও তাঁর চিকিৎসক স্ত্রী মুজফফরপুরে একটি হাসপাতাল পরিচালনা করেন।

তবে প্রথম তালিকায় প্রার্থী হিসেবে নাম নেই প্রশান্ত কিশোরের। ফলে, আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে জল্পনা থেকেই যাচ্ছে! আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আরজেডি নেতা তেজস্বী যাদবের রাঘোপুর কেন্দ্র অথবা নিজের এলাকা কারগহর থেকে তিনি লড়তে পারেন। কিন্তু প্রকাশিত তালিকায় কারগহর থেকে রিতেশ রঞ্জন (পাণ্ডে)-র নাম থাকায় রাজনৈতিক মহলে অনুমান জোরালো হয়েছে, কিশোর হয়তো শেষ পর্যন্ত রাঘোপুর থেকেই প্রার্থী হবেন।

Keywords: Bihar Elections 2025243 seatsJan Suraj, PK, Prashant Kishore

প্রশান্ত কিশোর
Bihar Polls 25: হয় প্রথম নয় শেষ - মাঝামাঝি কিছু নেই - জন সূরজ পার্টি নিয়ে আর কী জানালেন পিকে?
প্রশান্ত কিশোর
Bihar Polls 25: ২৪৩ আসনেই লড়বে চিরাগের দল, প্রভাব বাড়াচ্ছে জন সূরজ, হাড্ডাহাড্ডি ভোটের ইঙ্গিত বিহারে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in