Bihar Polls 25: হয় প্রথম নয় শেষ - মাঝামাঝি কিছু নেই - জন সূরজ পার্টি নিয়ে আর কী জানালেন পিকে?
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে হয় তাঁর দল প্রথম হবে অথবা শেষ হবে। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিহারের জন সূরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। যিনি ভোট কুশলী নামেই খ্যাত। তাঁর ঝুলিতে সাফল্য এবং ব্যর্থতা দুটোই আছে।
ওই বিশেষ সাক্ষাৎকারে কিশোর জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জন সূরজ পার্টি ২৪৩ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। এর সঙ্গেই কিশোর জানান, আসন্ন নির্বাচনে হয় তাঁর দল একেবার প্রথম স্থানে থাকবে অথবা শেষ স্থানে থাকবে। এখানে মাঝামাঝি কিছু নেই।
সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছেন, এই প্রশাসনের ওপর নীতিশ কুমার আর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। নীতিশ কুমার ব্যক্তিগতভাবে খারাপ মানুষ না হলেও তাঁকে যারা ঘিরে রেখেছেন তাঁরা লুট করছে। নীতিশ কুমার চোর নন, তাহলে কারা চুরি করছে?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন