Prashant Kishor: ‘বিহার একটি ব্যর্থ রাজ্য’ – উপনির্বাচনে হারের পরেও ২০২৫-এ জয় নিয়ে আশাবাদী পিকে

People's Reporter: পিকে বলেন, ‘বিহার আক্ষরিক অর্থে একটি ব্যর্থ রাজ্য এবং এর সার্বাত্মক উন্নয়নের জন্য প্রচুর প্রচেষ্টা প্রয়োজন।‘
প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোরফাইল ছবি
Published on

বিহারের উপনির্বাচনে প্রথম বারের মতো চারটি আসনে লড়েছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ পার্টি। কিন্তু ফলাফলে মুখ থুবড়ে পড়তে হয়েছে তাঁর দলকে। এরপরেই বিহারকে একটি ব্যর্থ রাজ্য বলে বিতর্কে জড়ালেন পিকে। যদিও ২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী পিকে।

পিকে এদিন বিহারকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার দিকে বেশী জোর দিয়েছেন। তিনি বলেন, বিহার বর্তমানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এদিন পিকে বলেন, ‘বিহার আক্ষরিক অর্থে একটি ব্যর্থ রাজ্য এবং এর সার্বাত্মক উন্নয়নের জন্য প্রচুর প্রচেষ্টার প্রয়োজন।‘

তিনি দাবি করেন, বিহার একটি দেশ হলে জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের ১১ তম বৃহত্তম দেশ হতো। পিকে বলেন, ‘আমাদের বুঝতে হবে যে বিহার এমন একটি রাজ্য যা গভীর পরিস্থিতির মধ্যে রয়েছে। জনসংখ্যার দিক থেকে বিহার জাপানকে ছাড়িয়ে গিয়েছে।‘

এর পাশাপাশি তিনি নিজের দল নিয়ে আশা প্রকাশ করেছেন। প্রশান্ত কিশোরের দাবি, তাঁর দলের পরিকল্পনা নির্বাচনী ফলাফলের মাধ্যমে বাস্তবায়িত হলে তবেই বিহারে সুশাসন ফিরবে। দলের পরিকল্পনা নিয়ে পিকে জানান, ২০২৫ সালে বিহারে জন সুরাজ সরকার গঠন করলে, প্রথম কাজ হবে স্কুল শিক্ষার উন্নতি করা। এছাড়া বিহারের উন্নয়নে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানান পিকে।

ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ টেনে পিকে বলেন, ‘মাঝে মাঝে আমরা ভাবি কেন সুদানের লোকেরা ২০ বছর ধরে গৃহযুদ্ধে লড়াই করছে। কারণ সেটি ব্যর্থ রাষ্ট্র । তাই সেখানে সন্তানদের পড়াশোনার চেয়ে মানুষ কাকে গুলি করবে, কোথায় কাকে ধরবে তা নিয়ে চিন্তিত। বিহারেও সেই অবস্থা এবং আমাদের অবশ্যই এটি সম্পর্কে সচেতন হতে হবে।’

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in