
বিজেপি ভালো করেই জানে দেশের মানুষ বি আর আম্বেদকরের অবমাননা মেনে নেবে না। তাই বিজেপি সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। শুক্রবার একথা জানিয়েছেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন তিনি আরও বলেন, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের আসলে সরকারের মরিয়া মনোভাবের প্রতীক।
এদিন লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের (Sine Die) জন্য মুলতুবি হয়ে যাবার পর সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, সরকার ভয় পেয়েছে। এই সরকার আদানি ইস্যুতে বিতর্কে ভয় পায়। এরা জানে যে বাবাসাহেব আম্বেদকরের প্রতি তাদের মনোভাব প্রকাশ্যে এসে গেছে এবং সেই কারণে তারা ভীত। বিরোধীরা এই প্রশ্ন তোলায় তারা আরও ভয় পেয়েছে।
এদিন কংগ্রেস সাংসদ বলেন, আমাদের দেশের সংবিধান তৈরি করেছেন বাবাসাহেব আম্বেদকর, আমাদের দেশের মানুষ এবং স্বাধীনতা সংগ্রামীরা। দেশ তাদের কোনওরকম অসম্মান বরদাস্ত করবে না।
রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে সরকারের মরিয়া মনোভাবের প্রতীক। তারা এতটাই মরিয়া যে ভুয়ো এফআইআর দায়ের করেছে। রাহুলজী কাউকে ধাক্কা দেননি। আমি তাঁর বোন। আমি তাঁকে খুব ভালো করে জানি। তিনি কখনও এরকম কাজ করতে পারেন না।
তিনি আরও বলেন, দেশের মানুষ দেখছেন, যে বিজেপি কীভাবে আদানি ইস্যুতে কোনও বিতর্ক চালাতে দিচ্ছে না। আম্বেদকরের কোনও অপমান মেনে নেবেন না। তাই মানুষের নজর ঘোরানোর জন্য এই এফআইআর দায়ের করা হয়েছে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে। তিনি আরও জানিয়েছেন, লোকসভার সচিবালয়ের কাছে সংসদের যে অঞ্চলে ওই ঘটনা ঘটেছে সেই অঞ্চলের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে পুলিশ।
বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী এক বর্ষীয়ান সাংসদকে ধাক্কা মেরেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
প্রসঙ্গত, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১১৫ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ধারা ১১৭ (ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা), ধারা ১২৫ (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা), ধারা ১৩১ (অপরাধমূলক বলপ্রয়োগ), ধারা ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) এবং ধারা ৩(৫) (সাধারণ অভিপ্রায়) অনুসারে এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাহুল গান্ধীর বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন