Amit Shah: আম্বেদকর ইস্যু নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের মাঝেই রাজ্যে অমিত শাহ

People's Reporter: অমিত শাহ বলেছিলেন, “এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’
Amit Shah: আম্বেদকর ইস্যু নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের মাঝেই রাজ্যে অমিত শাহ
ফাইল ছবি
Published on

আম্বেদকর ইস্যু নিয়ে বিরোধীদের সম্মিলিত বিক্ষোভের মাঝেই বঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার রাতেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাতে এসএসবি-র উত্তরবঙ্গের সদর দপ্তরে ছিলেন তিনি।

অমিত শাহের "আম্বেদকর ইজ দ্য ফ্যাশন" মন্তব্য নিয়ে এই মুহূর্তে উত্তাল সংসদ। কংগ্রেস এবং বিজেপি সাংসদদের বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ চলছেই। শুক্রবার, শীতকালীন অধিবেশনের শেষ দিনেও তা অব্যাহত রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার নেতৃত্বে কংগ্রেস সাংসদরা সংসদ ভবনে বিক্ষোভ দেখিয়েছেন আজ। অন্যদিকে সংবিধানের স্থপতির প্রতি অসম্মানের অভিযোগ তুলে বিজেপি সাংসদরাও বিক্ষোভ করছেন। উভয় পক্ষের বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে সংসদ।

বৃহস্পতিবারও উভয় দলের সাংসদদের বিক্ষোভ এমন জায়গায় পৌঁছায় যে দুই বিজেপি সাংসদের আহত হওয়ার অভিযোগ ওঠে। রাহুল গান্ধী তাঁদের ধাক্কা দিয়েছে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা রাহুল জানিয়েছেন, তাঁকে এবং কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গেকে বাধা দিয়েছে বিজেপি সাংসদরা। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার জেরে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পার্লামেন্ট স্ট্রিট থানায়। দিল্লি পুলিশ সূত্রের খবর, দু’টি এফআইআরের তদন্তের দায়িত্ব পেয়েছে ক্রাইম ব্রাঞ্চ (অপরাধদমন শাখা)।

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’

এই বিতর্কের মাঝেই বাংলায় এলেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের পর এটি তাঁর দ্বিতীয়বারের পশ্চিমবঙ্গ সফর। গত মাসের ২৭ নভেম্বর কলকাতায় এসে কিছু সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা কতাছিলেন তিনি। এসএসবির অনুষ্ঠানে সারাদিন থেকে আজ বিকেলেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Amit Shah: আম্বেদকর ইস্যু নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের মাঝেই রাজ্যে অমিত শাহ
আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ, রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সাংসদকে আঘাত করার অভিযোগ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in