Amit Shah: আম্বেদকরকে নিয়ে শাহর 'ফ্যাশন' মন্তব্যের জের, সংসদের বাইরে ও ভিতরে প্রতিবাদে বিরোধীরা

People's Reporter: অমিত শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নেয়া হতো, তাহলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত"।
সংসদ চত্বরে কংগ্রেসের বিক্ষোভ
সংসদ চত্বরে কংগ্রেসের বিক্ষোভছবি - কংগ্রেসের ফেসবুক পেজ
Published on

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বি আর আম্বেদকরকে নিয়ে করা 'বিতর্কিত' মন্তব্যের জেরে উত্তাল সংসদ। অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে সুর চড়িয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা এক মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। অমিত শাহ বলেন, "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নেওয়া হতো, তাহলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত"।

শাহ আরও বলেন, "আম্বেদকরের নাম আরও ১০০ বার নিন। কিন্তু প্রশ্ন হলো তাঁর প্রতি আপনার প্রকৃত অনুভূতি কী? আম্বেদকর জি বেশ কয়েকবার বলেছেন, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের সাথে যে ব্যবহার করা হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট নন। কংগ্রেস সরকারের নীতি এবং ৩৭০ ধারা নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি। আম্বেদকরকে আশ্বাস দেওয়া হয়েছিল বিভিন্ন নীতি ঠিক করা হবে বলে। কিন্তু সেই আশ্বাস পূরণ না হওয়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি। জওহরলাল নেহরুর সঙ্গেও অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল।"

এরপরই উত্তাল হয়ে ওঠে সংসদ। বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদেরা অম্বেডকরের ছবি হাতে বিক্ষোভ দেখান। ‘জয় ভীম’ স্লোগান তোলেন তাঁরা। অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে সরব হন তাঁরা। শুধু সংসদ চত্বরেই নয়, সংসদের মধ্যেও অর্থাৎ রাজ্যসভা ও লোকসভাতে ব্যাপক হট্টগোল হয়। যার জেরে দুই কক্ষই মুলতুবি করে দেওয়া হয়।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, "যাঁরা মনুস্মৃতি মেনে চলেন, তাঁরা স্বাভাবিকভাবেই আম্বেদকরকে নিয়ে অস্বস্তিবোধ করবেন"।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "বিজেপি এবং আরএসএস সবসময় সংবিধানের বিরোধিতা করেছে। বাবাসাহেব আম্বেদকর আমাদের কাছে ঈশ্বরের মতো।"

যদিও কংগ্রেসের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এক্স মাধ্যমে বিজেপি সাংসদ কিরেন রিজিজু বলেন, "ফের একবার কংগ্রেস নিম্নমানের কৌশল নিয়েছে বিজেপিকে অবমাননা করার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে চেয়েছেন যে, কীভাবে কংগ্রেস ডঃ বি আর আম্বেদকরের নাম অপব্যবহার করে তাঁকে অপমান করছে এবং যারা কখনই তাঁর আদর্শ অনুসরণ করেনি। শাহ স্পষ্টই তাঁর বক্তৃতায় অম্বেডকরের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন।"

সংসদ চত্বরে কংগ্রেসের বিক্ষোভ
নির্বাচন পদ্ধতিতে ভরসা না থাকলে লড়াই করা উচিত নয়! EVM নিয়ে ইন্ডিয়া মঞ্চের বিপরীত মত ওমর আবদুল্লাহর
সংসদ চত্বরে কংগ্রেসের বিক্ষোভ
One Nation One Election: গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে একাধিক মন্ত্রী গরহাজির কেন? প্রশ্ন বিজেপির অন্দরেই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in