
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন কংগ্রেস এবং তার সহযোগীরা সন্দেহ প্রকাশ করছে, সেই সময় ভিন্ন মত পেশ করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেন, "যখন একই ইভিএম ব্যবহার করে আপনার দল একাধিক আসনে বিজয়ী হয়, তখন তা উদযাপন করছেন আপনি। আর কয়েক মাস পর ফলাফল অনুকূল না হলে ইভিএমকে দোষ দিচ্ছেন। এটা যুক্তিযুক্ত নয়।"
তাঁর কথায়, "আপনার যদি ইভিএম নিয়ে সমস্যা থাকে, তবে তা নিয়ে আপনাকে ধারাবাহিকভাবে একই স্ট্যান্ড বজায় রাখতে হবে। ভোটিং পদ্ধতিতে আস্থা না থাকলে নির্বাচনে অংশ নেওয়াই উচিত নয়।"
লোকসভা নির্বাচনে হেরে যাওয়া এবং কয়েক মাস পর বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার নিজের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "একদিন ভোটাররা আপনাকে বেছে নেবে। পরের দিন তারা হয়তো তা করবেন না। এর উল্টোটাও হতে পারে। আমি কখনোই মেশিনকে দোষ দেইনি।" উল্লেখ্য, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে জম্মু কাশ্মীরে হওয়া বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে ন্যাশনাল কনফারেন্স। ৯৫ আসনের মধ্যে ৪৮ টিতে জয়ী হয়েছে তারা। কংগ্রেসের সাথে জোট করে এই নির্বাচন লড়েছিল তারা।
তাহলে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের অভিযোগকে কি অস্বীকার করছে ন্যাশনাল কনফারেন্স প্রধান? এই প্রশ্নের উত্তরে ওমর আবদুল্লাহ বলেন, যেটা ঠিক মনে হয়েছে সেটাই সকলের সামনে বলছি। কারুর হয়ে বা কারুর বিরুদ্ধে বলছি না।
সম্প্রতি হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর কংগ্রেস এবং তার জোটসঙ্গীগুলি ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। বিজেপি পাল্টা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে ঝাড়খণ্ডে বিরোধীদের জয়ের দৃষ্টান্ত তুলে ধরে।
ওমর আবদুল্লাহর এ হেন মন্তব্য ইন্ডিয়া মঞ্চের মধ্যে থাকা মতপার্থক্যকে প্রকাশ্যে এনেছে। বিশেষ করে, ইভিএম ইস্যুতে কংগ্রেসের অবস্থান এবং অন্যান্য জোটসঙ্গীদের অবস্থান নিয়ে পার্থক্য দেখা দিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন