
প্যালেস্টাইনের ওপর ইজরায়েলের আক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজার ছাত্র নিহত হয়েছে। প্যালেস্টাইনের শিক্ষা দপ্তর এক বিবৃতিতে একথা জানিয়েছে। ওই বিবৃতি অনুসারে নিহতের সংখ্যা ১২,৭৯৯ এবং আহত ছাত্রদের সংখ্যা ২০,৯৪২। গত বছরের ৭ অক্টোবর থেকে প্যালেস্টাইনের ওপর হামলা শুরু করে ইজরায়েল। একথা জানিয়েছে প্যালেস্টাইন নিউজ অ্যান্ড ইনফো এজেন্সি (WAFA)।
প্যালেস্টাইনের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র গাজা স্ট্রিপেই মৃত্যু হয়েছে ১২,৬৮১ জন ছাত্রের এবং আহতের সংখ্যা ২০,৩১১। এছাড়া ওয়েস্ট ব্যাঙ্কে নিহতের সংখ্যা ১১৮ এবং আহতের সংখ্যা ৬৩১। এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫৩৮ জন ছাত্র।
শিক্ষা দপ্তরের ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাঙ্কে ৫৯৮ জন শিক্ষক ও প্রশাসক এই সময় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩,৮১০ জন। গ্রেপ্তার করা হয়েছে ১৫৮ জনকে।
মন্ত্রক জানিয়েছে, গাজা স্ট্রিপের ৪২৫টি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ভবন ছাড়াও রাষ্ট্রসংঘের সহায়তা প্রাপ্ত ৬৫টি সংস্থার ওপর আক্রমণ চালানো হয়েছে এবং সেগুলি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে।
এছাড়াও লাগাতার ইজরায়েলি হামলার জেরে গাজা স্ট্রিপের ৭,৮৮,০০০ ছাত্র ছাত্রী স্কুল শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বহু শিশু লাগাতার হানাদারির জেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাস বাহিনী আচমকাই হামলা চালায় ইজরায়েলের ওপর। যে আক্রমণে প্রায় ১২০০ ইজরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে পণবন্দী করা হয়। এরপর থেকেই গাজা এবং অধিকৃত প্যালেস্তাইন অঞ্চলে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইজরায়েলি বাহিনী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন