Parliament Protest: আহত মল্লিকার্জুন খাড়গে! সাংসদদের সংঘর্ষে বিজেপির উপর পাল্টা চাপ কংগ্রেসের

People's Reporter: খাড়গে লেখেন, "যখন আমি আমার সাংসদদের সাথে সংসদে প্রবেশ করতে যাচ্ছিলাম তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমি মাটিতে বসে পড়ি। আমার হাঁটুতে আঘাত লাগে"।
সংসদ ভবন চত্বরে কংগ্রেসের প্রতিবাদ
সংসদ ভবন চত্বরে কংগ্রেসের প্রতিবাদছবি - প্রিয়াঙ্কা গান্ধীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

এবার বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেবার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। বর্ষীয়ান নেতার অভিযোগ, তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে বিজেপি সাংসদরা। স্পিকারের কাছে লেখা এক চিঠিতে এই অভিযোগ জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা 'আম্বেদকর ইজ দ্য ফ্যাশন' মন্তব্যের জেরে বৃহস্পতিবারও উত্তাল হয় সংসদ ভবন চত্বর। কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে ধক্কাধাক্কিও হয়। সেই সময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা দেবার অভিযোগ এনেছে কংগ্রেস। চিঠিতে খাড়গে লেখেন, "যখন আমি আমার সাংসদদের সাথে সংসদে প্রবেশ করতে যাচ্ছিলাম তখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আমি মাটিতে বসে পড়ি। আমার হাঁটুতে আঘাত লাগে"।

কংগ্রেস সাংসদ আরও লেখেন, "কংগ্রেস সাংসদরা একটি চেয়ার নিয়ে আসেন এবং আমাকে বসানো হয়। অনেক কষ্টে এবং আমার সহকর্মীদের সাহায্যে আমি হাউজে এলাম। এই আক্রমণ শুধুমাত্র আমার ওপর ব্যক্তিগত আক্রমণ নয়। এটা রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতির উপর আক্রমণ। এই ঘটনার তদন্ত হওয়া উচিত। বিজেপি সাংসদরা প্ল্যাকার্ডগুলি মোটা মোটা লাঠিতে লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন"।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পার্লামেন্টে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে হওয়া ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী আহত হন বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাহুল গান্ধী। রায়বরেলির সাংসদ পাল্টা সাংবাদিকদের জানান, "বিজেপি সাংসদরা সংসদের মূল প্রবেশদ্বার ঘিরে রেখেছিলেন। আমি এবং মল্লিকার্জুন খাড়গে মহাশয় ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। ওঁরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং হুমকি দেন"।

সংসদ ভবন চত্বরে কংগ্রেসের প্রতিবাদ
আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ, রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি সাংসদকে আঘাত করার অভিযোগ
সংসদ ভবন চত্বরে কংগ্রেসের প্রতিবাদ
SSC Scam: আসল OMR কোথায়? - ২৬০০০ চাকরি বাতিল মামলায় রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in