
৪ দিনের সফরে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নিজেই। এই সফরে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত সহযোগিতা সহ একাধিক বিষয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ১০-১২ ফেব্রুয়ারি প্যারিসে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি ইম্যানুয়েল ম্যাক্রোঁর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অ্যাকশন সামিটে যৌথ-সভাপতিত্ব করবেন এবং নিরাপদে AI ব্যবহারের বিষয়ে আলোচনা করবেন।
এছাড়া, তিনি ভারত-ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন ও ২০৪৭ সালের জন্য নির্ধারিত "হরাইজন রোডম্যাপ" নিয়ে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী ফ্রান্সে প্রথম ভারতীয় কনস্যুলেট উদ্বোধনের জন্য ঐতিহাসিক শহর মার্সেইতেও যাবেন। পাশাপাশি, ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (ITER) প্রকল্প পরিদর্শন করবেন, যেখানে ভারত ও ফ্রান্সসহ একাধিক দেশ অংশীদার হিসেবে কাজ করছে।
জানা যাচ্ছে, ফ্রান্স সফর শেষে প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। আমেরিকায় গিয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী জানান, "আমি আমার বন্ধু, রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। আমরা ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ করব।"
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব অনেক শক্তিশালী হয়েছিল। এবার আমরা প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি ব্যবস্থার কীভাবে আরও অগ্রগতি করা যায় সে বিষয়ে আলোচনা করব।''
এই সফর ভারত, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে বলেই আশা করছেন কূটনীতিবিদরা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, শক্তি ও বাণিজ্যের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আগামীদিনে ভারতের জন্য লাভজনক হতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন