* ২০২১ থেকে ২০২৪ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ ২৯৫ কোটি টাকা।
* ২০২৫ সালে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী বিদেশ সফরের খরচ ৬৭ কোটি টাকার বেশি। যদিও এই তালিকায় বেশ কয়েকটি সফরের হিসেব এখনও পাওয়া যায়নি।
* ২৪ জুলাই রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
২০২১ থেকে ২০২৪ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের মোট খরচ ২৯৫ কোটি টাকা। ২০২৫ সালে আমেরিকা ও ফ্রান্স সহ পাঁচটি দেশের সফরে খরচ হয়েছে ৬৭ কোটি টাকারও বেশি। এছাড়া চলতি বছর আরও বহু দেশ ভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের করা এক প্রশ্নের (UNSTARRED QUESTION NO-562) উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য জানিয়েছেন।
দেশভিত্তিক এবং বছরভিত্তিক তথ্য অনুসারে, এর মধ্যে চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরের সংশ্লিষ্ট পরিসংখ্যান নেই। এই প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী যে উত্তর দিয়েছেন তাতে 'মোট ব্যয়'-এর কলামে বলা হয়েছে -- "এই বিলগুলির মোট ব্যয় এখনও পাওয়া যায়নি।"
কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর লিখিত উত্তর অনুসারে, এই সফরগুলির মধ্যে সবথেকে ব্যায়বহুল ছিল ফ্রান্স সফর। যাতে খরচ হয়েছিল ২৫ কোটি টাকারও বেশি। অন্যদিকে ২০২৩ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে খরচ হয় ২২ কোটি টাকার বেশি।
এর আগে ২০ মার্চ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ৩৮টি বিদেশ সফর করেছেন এবং সেই সফরের মোট খরচ ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের করা প্রশ্নের উত্তরে একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা।
২৪ জুলাই রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর লিখিতভাবে জানিয়েছেন, ২০২৫ সালে প্রধানমন্ত্রী মোদী যে পাঁচটি দেশে সফর করেছেন তার দেশভিত্তিক পরিসংখ্যান অনুসারে -- ২৫,৫৯,৮২,৯০২ টাকা (ফ্রান্স); ১৬,৫৪,৮৪,৩০২ টাকা (মার্কিন যুক্তরাষ্ট্র); ৪,৯২,৮১,২০৮ টাকা (থাইল্যান্ড); ৪,৪৬,২১,৬৯০ টাকা (শ্রীলঙ্কা) এবং ১৫,৫৪,০৩,৭৯২.৪৭ টাকা (সৌদি আরব) খরচ হয়েছে।
এছাড়াও বিগত চার বছরের মোট পরিসংখ্যান অনুসারে -- রাশিয়া, ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল সহ ১৬টি দেশের সফরের জন্য ২০২৪ সালে খরচ হয়েছে প্রায় ১০৯ কোটি টাকা, ২০২৩ সালে প্রায় ৯৩ কোটি টাকা, ২০২২ সালে প্রায় ৫৫.৮২ কোটি টাকা এবং ২০২১ সালে প্রায় ৩৬ কোটি টাকা।
বছর এবং দেশভিত্তিক খরচ অনুসারে ২০২১ সালে, প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরে মোট ব্যয় হয় ১,০০,৭১,২৮৮ টাকা, মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ১৯,৬৩,২৭,৮০৬ টাকা, ইতালি সফরে ৬,৯০,৪৯,৩৭৬ টাকা এবং যুক্তরাজ্য সফরে ৮,৫৭,৪১,৪০৮ টাকা।
২০২২ সালে প্রধানমন্ত্রী ভ্রমণের মধ্যে জার্মানি সফরে খরচ ৯,৪৪,৪১,৫৬২ টাকা, ডেনমার্ক সফরে ৫,৪৭,৪৬,৯২১ টাকা, ফ্রান্স সফরে ১,৯৫,০৩,৯১৮ টাকা, নেপাল সফরে ৮০,০১,৪৮৩ টাকা এবং জাপান সফরে ৮,৬৮,৯৯,৩৭২ টাকা।
Keywords: PM Modi foreign trips cost, Modi travel expenses, 3 years, ₹295 crore, Rajya Sabha, government report, Modi international visits, India PM travel budget
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন