
দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুণ্যস্নান সারলেন ত্রিবেণীর সঙ্গম ঘাটে। কুম্ভস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করেন প্রধানমন্ত্রী।
বুধবার সকাল ১১ টা নাগাদ মোদীর পুণ্যস্নানের সময় নির্ধারিত হয়। সেই অনুযায়ী, এদিন সকালেই প্রয়াগরাজে পৌঁছান মোদী। প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গঙ্গায় নৌকাবিহার করেন। মহাকুম্ভ মেলার সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। এরপর সূচি অনুযায়ী ত্রিবেণী সঙ্গম ঘাটে পুণ্যস্নান সারেন মোদী।
এদিন মহাকুম্ভ মেলায় পুণ্যস্নানের ছবি নিজের সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “প্রয়াগরাজের মহাকুম্ভে উপস্থিত হয়ে ধন্য। ত্রিবেণী সঙ্গম ঘাটে স্নান হল ঐশ্বরিক সংযোগের একটি মুহুর্ত। এতে অংশ নেওয়া কোটি কোটি মানুষের মতো আমিও ভক্তির চেতনায় পূর্ণ হয়েছি”। পুণ্যস্নানের পর আরতিও করেন তিনি।
অন্যদিকে, মোদীর প্রয়াগরাজ সফরের আগেই এদিন প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়, “ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তীর্থস্থানগুলোতে পরিকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ করছেন তিনি”। জানা গিয়েছে, মহাকুম্ভে সাধু-সন্তদের সঙ্গে দেখা করার কথাও রয়েছে মোদীর।
এদিকে আজই দিল্লি বিধানসভা নির্বাচন। সকাল থেকে চলছে ভোট গ্রহণ। ভোটের দিনই মোদীর মহাকুম্ভে যাওয়া এবং পুণ্যস্নান নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে, হিন্দু ভোটবাক্সের কথা মাথায় রেখেই এই কুম্ভযাত্রা মোদীর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন