CPIM: প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে RSS-এর প্রশংসা শহীদদের স্মৃতির প্রতি অসম্মান - CPIM

People's Reporter: CPIM সাধারণ সম্পাদক এম এ বেবী বলেন, RSS এমন একটি সংগঠন যাদের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না এবং যারা ধর্মীয় ভিত্তিতে জাতীয় ঐক্যকে ক্রমাগতভাবে নষ্ট করার চেষ্টা করে আসছে।
লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং করোলবাগে পতাকা উত্তোলন করছেন এম এ বেবী
লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং করোলবাগে পতাকা উত্তোলন করছেন এম এ বেবীগ্রাফিক্স আকাশ
Published on

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে যেভাবে আরএসএস-এর (RSS) প্রশস্তি গেয়েছেন তা ‘অত্যন্ত দুঃখজনক’। বিশেষ করে সেই সংগঠন, যাদের ‘ইতিহাস অত্যন্ত সন্দেহজনক’। শুক্রবার সিপিআইএম (CPIM) সাধারণ সম্পাদক এম এ বেবী (M A Baby) একথা জানিয়েছেন।

৭৯তম স্বাধীনতা দিবসে জাতিকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবী বলেন, মহাত্মা গান্ধীর হত্যার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নিষিদ্ধ করা হয়েছিল এবং ইতিহাসবিদরা "সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার" ক্ষেত্রে এই সংগঠনের ভূমিকা লিপিবদ্ধ করেছেন।

এদিন বেবী আরও বলেন, আরএসএস-এর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের শহীদদের স্মৃতির প্রতি অসম্মান করলেন। এটা অত্যন্ত দুঃখজনক যে প্রধানমন্ত্রী মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে আরএসএস-এর প্রশংসা করেছেন – বিশেষ করে যারা সন্দেহজনক ঐতিহাসিক রেকর্ডের অধিকারী সংগঠন। এটি এমন একটি সংগঠন যাদের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা ছিল না এবং যারা ধর্মীয় ভিত্তিতে জাতীয় ঐক্যকে ক্রমাগতভাবে নষ্ট করার চেষ্টা করে আসছে।

সিপিআইএম সাধারণ সম্পাদক বলেন, "এবারের স্বাধীনতা দিবসে আরএসএসের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী আমাদের শহীদদের স্মৃতি এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের চেতনাকে অসম্মান করেছেন। এই ধরণের বক্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং গ্রহণযোগ্য নয়।"

ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএসের ১০০ বছরের পূর্তিকে "বিশ্বের বৃহত্তম এনজিও"-এর "অত্যন্ত গর্বিত এবং গৌরবময়" যাত্রা বলে প্রশংসা করেন এবং জাতির প্রতি নিবেদিতপ্রাণ সেবার জন্য আরএসএস-এর সমস্ত স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন।

শুক্রবার দিল্লির করোলবাগে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘ঔপনিবেশিক শাসন থেকে ভারতের মুক্তি অর্জন দীর্ঘ এবং কঠিন সংগ্রামের মাধ্যমে হয়েছে। শহীদ ভগৎ সিং এবং আশফাকুল্লার মতো স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ কেবল এদিনের বিষয় নয়, প্রতিদিনের।’’ মহাত্মা গান্ধী থেকে সুভাষ চন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ থেকে কৃষ্ণ পিল্লাই, ইএমএস নাম্বুদ্রিপাদ, এ কে গোপালনের মতো অসংখ্য মানুষ স্বার্থহীন লড়াই চালিয়ে স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠা করেছেন।’’

লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং করোলবাগে পতাকা উত্তোলন করছেন এম এ বেবী
চিঠিতে বাংলাকে 'বাংলাদেশী ভাষা' উল্লেখ! 'নিরক্ষর' দিল্লি পুলিশকে সংবিধান পাঠের পরামর্শ CPIM-তৃণমূলের
লালকেল্লা থেকে ভাষণ দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং করোলবাগে পতাকা উত্তোলন করছেন এম এ বেবী
Bombay High Court: “অসাংবিধানিক পর্যবেক্ষণ” - বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণের কড়া সমালোচনায় CPIM

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in