বিচারকরা রাজনীতিতে এলে বিচারব্যবস্থার প্রতি আস্থা উঠে যাবে মানুষের - প্রধান বিচারপতি গাভাই

People's Reporter: প্রধান বিচারপতি গাভাই বলেন, সরকারের সাহায্য পাওয়ার প্রচেষ্টা বলেই মানুষ মনে করতে পারেন, যা সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করে।
প্রধান বিচারপতি বি আর গাভাই
প্রধান বিচারপতি বি আর গাভাইছবি - সংগৃহীত
Published on

অবসরপ্রাপ্ত বিচারকদের সরকারি পদে নিয়োগ বা নির্বাচনী রাজনীতিতে সরাসরি প্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর মতে বিচারকদের মেয়াদ শেষের পর বা পদত্যাগের পর সরকারের কোনো লাভজনক পদে বা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়।

ব্রিটেনে সুপ্রিম কোর্ট আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি গাভাই। লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগেটের উপস্থিতিতে ভারতের প্রধান বিচারপতি গাভাই বলেন, "যদি কোনও বিচারক অবসরের পরপরই সরকারপ্রদত্ত পদে নিযুক্ত হন অথবা নির্বাচনে অংশ নিতে বেঞ্চ থেকে পদত্যাগ করেন, তবে তা বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করতে পারে। যা বিচার করা সিদ্ধান্তগুলিকে ভবিষ্যতের সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রেখে নেওয়া হয়েছে বলে সকলে মনে করবেন।"

তিনি আরও বলেন, "সরকারের সাহায্য পাওয়ার প্রচেষ্টা বলেই মানুষ মনে করতে পারেন, যা সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করে। বিচার বিভাগের প্রতি জনগণের যে আস্থা তাতে নেতিবাচক প্রভাব পড়ে।"

এই প্রসঙ্গে বিচারপতি গাভাই স্পষ্টভাবে জানান যে তিনি এবং তাঁর একাধিক সহকর্মী অবসরের পর কোনও ধরনের সরকারি পদ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মতে, “এটি বিচার বিভাগের স্বাধীনতা এবং বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই বিতর্ক নতুন নয়। সাম্প্রতিক বছরগুলিতে একাধিক প্রাক্তন বিচারক, বিশেষত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের, অবসরের পরে রাজ্যসভায় মনোনয়ন, তদন্ত কমিশনের নেতৃত্ব কিংবা রাজনীতিতে সরাসরি প্রবেশ করেছেন।

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রাজ্যসভায় মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর এই বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। আবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করে সাংসদ হওয়ার দৃষ্টান্তও আছে।

প্রধান বিচারপতি বি আর গাভাই
Bengaluru: রবিবার বিজয় উৎসব করতে বলেছিল পুলিশ! আরসিবির নাছোড়বান্দা মনোভাবের জন্যই এই দুর্ঘটনা?
প্রধান বিচারপতি বি আর গাভাই
সকলের বয়স ৪০-র নীচে, পদপিষ্ট হয়ে মৃতদের তালিকায় ১৩ বছরের এক কিশোরী! বেঙ্গালুরুতে শোকের ছায়া

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in