Bengaluru: রবিবার বিজয় উৎসব করতে বলেছিল পুলিশ! আরসিবির নাছোড়বান্দা মনোভাবের জন্যই এই দুর্ঘটনা?

People's Reporter: এক অফিসার জানিয়েছেন, আরসিবি কর্তৃপক্ষ ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলা হয়েছিল বুধবারের অনুষ্ঠান বাতিল করে পরে করার জন্য। তত দিনে মানুষের আবেগ একটু হলেও ঠান্ডা হত।
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির খেলোয়াড়রা
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির খেলোয়াড়রাছবি - সংগৃহীত
Published on

আরসিবি-র আইপিএল ট্রফি জয়ের আনন্দে শামিল হতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক। আহত কমপক্ষে ৫০ জন। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। অনেকেই কর্ণাটক প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুলছেন। তবে রাজ্য পুলিশের দাবি, ভিড়ের কথা মাথায় রেখে বুধবারের বদলে তারা রবিবার বিজয় উৎসব পালন করার অনুরোধ করেছিল আরসিবি-কে। কিন্তু আরসিবি জানিয়েছিল, বিদেশি ক্রিকেটাররা তখন আর থাকবেন না।

১৮ বছর পর আইপিএল ট্রফি জিতেছে বিরাট কোহলিদের আরসিবি। ট্রফি জয়ের আনন্দ সমর্থকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য কর্ণাটকের বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে শোভাযাত্রা করার কথা ছিল আরসিবির। কিন্তু যানজটের কারণে শোভাযাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। পরে ফ্রাঞ্চাইজিটি জানায় কেবল চিন্নাস্বামী স্টেডিয়ামেই উদযাপন করা হবে। বিনামূল্যে কুপন সিস্টেমে সমর্থকদের প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ভিড় এতই বেশি ছিল যে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়।

স্টেডিয়ামের বাইরে লক্ষ লক্ষ সমর্থক ভিড় করেছিলেন। জানা যায়, ভিড়ের চাপ সামলাতে ব্যর্থ বেঙ্গালুরু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

যদিও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে পুলিশকে উদ্ধৃত করে বলা হয়েছে, "আরসিবি কর্তৃপক্ষ ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছিল বুধবারের অনুষ্ঠান বাতিল করে পরে করার জন্য। কারণ ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল এই অনুষ্ঠান নিয়ে। যা নিয়ে বিপদ ঘটার সম্ভাবনা ছিল। তার জায়গায় রবিবার বিজয় উৎসবের পরামর্শ দেওয়া হয়েছিল। তত দিনে মানুষের আবেগ একটু হলেও ঠান্ডা হত।  কিন্তু আরসিবির যুক্তি ছিল বিদেশি ক্রিকেটাররা থাকবে না।"

এক অফিসার জানিয়েছেন, "আমরা আরসিবির পাশাপাশি কর্ণাটক ক্রিকেট সংস্থাকে অনুরোধ করেছিলাম রবিবার অনুষ্ঠান করার জন্য। কিন্তু তারা রাজি হননি। এমনকী ভিকট্রি প্যারেড করতেও বারণ করা হয়েছিল। বলা হয়েছিল স্টেডিয়ামে এসে অনুষ্ঠান করার জন্য"।‌

এমনকি ওই পুলিশকর্তার কথায়, "মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত সমস্ত পুলিশকর্মী, শীর্ষ আধিকারিকরা রাস্তায় ছিলেন। ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাঁরা। ভক্তদের এমন উন্মাদনা আগে দেখিনি"।‌

মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির খেলোয়াড়রা
সকলের বয়স ৪০-র নীচে, পদপিষ্ট হয়ে মৃতদের তালিকায় ১৩ বছরের এক কিশোরী! বেঙ্গালুরুতে শোকের ছায়া
চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির খেলোয়াড়রা
বাইরে মানুষ মরছে, ভিতরে উৎসব চলছে! - আরসিবির ট্রফি জয়ের অনুষ্ঠানে মৃত্যু নিয়ে সরব প্রাক্তন তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in