Parliament Session: এসআইআর নিয়ে আলোচনার দাবিতে অনড় বিরোধীরা - দিনের মত মুলতুবি লোকসভার অধিবেশন

People's Reporter: এদিন দুপুর ২টায় প্রথম মুলতবির পর রাজ্যসভা শুরু হলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার বিরোধী দলগুলির দাবি মেনে নির্বাচনী সংস্কার সম্পর্কিত বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।
সংসদ ভবনের বাইরে এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভ
সংসদ ভবনের বাইরে এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভছবি আইএনসি এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে অচলাবস্থা অব্যাহত থাকায় মঙ্গলবার দিনের মত মুলতুবি করে দেওয়া হল লোকসভার অধিবেশন। SIR ইস্যুতে বিরোধীরা আলোচনার দাবি তোলার পর দু’বার অধিবেশন মুলতবি হয়ে যাবার পর অবশেষে এদিনের মত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

শেষবার দুপুর ২টায় দ্বিতীয়বারের জন্য মুলতবি হয়ে যাওয়ার পর লোকসভা বসলে, বিরোধী সদস্যরা আবারও SIR-এর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ওয়েলে ঢুকে পড়েন। স্পিকার বিক্ষোভকারী সদস্যদের অধিবেশন চালু রাখার জন্য অনুরোধ করলেও বিরোধীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। এরপরে তিনি দিনের মত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন।

এর আগে, প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর ১২টায় অধিবেশন শুরু হলে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল এবং অন্যান্য বিরোধী সদস্যরা ওয়েলে নেমে এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলেন। স্পিকার বলেন, সরকার যেকোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু এটা ছাড়াও অন্যান্য বিষয় আছে, যার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। যদিও বিরোধী সাংসদরা নিজেদের দাবিতে অনড় থাকেন। এরপর তিনি দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।

এদিন দুপুর ২টায় প্রথম মুলতবির পর রাজ্যসভা শুরু হলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার বিরোধী দলগুলির দাবি মেনে নির্বাচনী সংস্কার সম্পর্কিত বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।

সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, বিধি ২৬৭ এর অধীনে SIR ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা করা উচিত। বিরোধী সাংসদ DMK-এর তিরুচি শিবা বলেন, SIR ইস্যুতে আগে আলোচনা হওয়া উচিত, কারণ এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। কংগ্রেস, তৃণমূল, DMK এবং অন্যান্য বিরোধী সাংসদরা SIR ইস্যু নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং ওয়াকআউট করেন।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে, লোকসভার বিরোধী দলের নেতৃত্ব সংসদের মকর দ্বারের সামনে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখান।

প্রসঙ্গত, এই বছরের শীতকালীন অধিবেশনটি সবচেয়ে সংক্ষিপ্ততম অধিবেশনগুলির মধ্যে একটি। যে অধিবেশন চলবে ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এবারের মূল বিষয়ের মধ্যে রয়েছে এসআইআর, দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণ এবং দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ু দূষণ নিয়ে আলোচনা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অধিবেশনে ১৩টি আইনসভা বিল এবং একটি আর্থিক বিল পেশ করার পরিকল্পনা আছে।

এসআইআর বিতর্ক ছাড়াও, বিরোধী দলগুলি দিল্লির লাল কেল্লার কাছে সাম্প্রতিক বিস্ফোরণ, রাজধানীর বায়ু দূষণ এবং বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা চায়।

সংসদ ভবনের বাইরে এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভ
Parliament Winter Session 2025: সংসদে শুরু শীতকালীন অধিবেশন - এসআইআর, দূষণ সহ উঠতে পারে একাধিক বিষয়
সংসদ ভবনের বাইরে এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভ
Bangla Bachao Yatra: বিপর্যস্ত বাংলার প্রাণ ফেরাতে মানুষকে একজোট হতে হবে - আহ্বান বাম নেতৃত্বের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in