

সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। আর প্রথম দিনেই এসআইআর থেকে শুরু করে দিল্লির বায়ুদূষণ সহ একাধিক বিষয়ে সরব হতে পারে বিরোধী শিবির।
শীতকালীন অধিবেশনে যে উত্তাপ বাড়বে তা আগে থেকেই অনুমান করা যায়। এই অধিবেশনে এসআইআর নিয়ে বিরোধীরা সংসদে আলোচনার দাবি করেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই এই কাজ চলছে এবং এর ফলে নির্বাচন কমিশনের কর্মীদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে দায়ের হওয়া এফআইআর-কে কেন্দ্র করে বিরোধী দল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৩৬টি রাজনৈতিক দলের নেতা ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে হওয়া বিস্ফোরণ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি আলোচনার দাবি তোলেন।
এর পাশাপাশি দিল্লি-এনসিআর অঞ্চলের অত্যন্ত খারাপ বায়ু মান নিয়ে আলোচনার দাবি তুলেছে কংগ্রেস। নিরাপত্তা ও পরিবেশ দূষণ দুই বিষয়েই বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছে।
সংসদ যাতে মসৃণভাবে চলে সেইদিকেই জোর দিচ্ছে শাসক, বিরোধী দুই পক্ষই। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সর্বদলীয় বৈঠকের পরে জানান, কোনও দলই সংসদে বাধা সৃষ্টি করার কথা বলেনি। তিনি বলেন, “কিছু নেতা SIR নিয়ে সংসদে উত্তেজনা তৈরি করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। আমরা বিরোধীদের কথা শুনতে সম্পূর্ণ প্রস্তুত।”
উল্লেখ্য চলতি শীতকালীন অধিবেশন ১৯ দিন ধরে ১৫টি বৈঠক অন্তর্ভুক্ত করবে এবং অধিবেশনে ১৩টি আইনসভা বিল ও একটি আর্থিক বিল উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
অধিবেশন শুরুর আগে বিরোধীদের কটাক্ষও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে আলোচনার পরিবেশ বজায় রাখার আর্জি জানিয়ে বললেন, “নাটক করার অন্য অনেক জায়গা রয়েছে। এখানে (সংসদে) পরিষেবা দেওয়া প্রয়োজন।”
বিরোধীরা গত ১০ বছর ধরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''ওদের (বিরোধীদের) কৌশল বদল করা উচিত। আমি কিছু টোটকা বলে দিতে তৈরি আছি।''
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন